মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার দুপুরে প্রাথমিক সমাপনীতে কৃতি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষানুরাগীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০১১ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০ জন শিক্ষক ও ১০ শিক্ষানুরাগীকে গজারিয়া উপজেলা পরিষদের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মমতাজ বেগম। গজারিয়া উপজেলার ইউএনও মো. আশাদুজ্জামানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম সারওয়ার ভূঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার, গজারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ, ক, ম জাহিদ ইকবাল, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল হোসেন চৌধুরী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তী প্রমুখ।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply