বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করুন: বি. চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের প্রথম সারির নেতাদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

তিনি শনিবার এক বিবৃতিতে বলেন, ‘‘বিএনপির প্রথম সারির নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং জামিনদান যে পদ্ধতিতে অস্বীকার করা হয়েছে (একজন মাননীয় বিচারক জামিনদানে ইচ্ছুক হওয়া সত্ত্বেও) এটা গণতান্ত্রিক রীতিবিরুদ্ধ। আমি এই ফৌজদারি মামলা ও গ্রেফতার আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’’

বিবৃতিতে বি. চৌধুরী আরো বলেন, ‘‘বিএনপি’র প্রথম সারির নেতারা ছাড়াও দলটির হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের একদিকে সরকারের দুর্বলতা এবং অন্যদিকে ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবির যথার্থতাই প্রমাণ করে। আমি সরকারের এই ধরনের মামলবাজি ও জুলুমবাজির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’’

বার্তা২৪

Leave a Reply