মাওয়ায় ধর্মঘট প্রত্যাহার

মোজাম্মেল হোসেন সজল: লঞ্চঘাট স্থানান্তর ও নতুন পার্কিং ইয়ার্ড উদ্বোধনকে কেন্দ্র করে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়াঘাটে দীর্ঘ ১০ ঘন্টা পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মাওয়া ঘাট পরিবহন মালিক সমিতি ও স্থানীয় দোকান মালিক সমিতি। শনিবার সকাল ৬ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত মাওয়া ফেরীঘাট থেকে ঢাকা মাওয়া সড়কে সকল প্রকার বাস চলাচল বন্ধ করে দেয় ধর্মঘটকারীরা।এতে দক্ষিণবঙ্গের হাজার হাজার যাত্রী সাধারনের জনজীবনে নেমে আসে অসহনীয় দুর্ভোগ। জানা গেছে, সকাল ৬টা থেকে এ ধর্মঘটের সূত্রপাত হলেও নৌমন্ত্রী শাহজাহান খান তার পূর্ব নির্ধারিত সময়ে লঞ্চঘাটও নতুন পার্কিং ইয়ার্ড উদ্বোধন করে কাওড়াকান্দি ঘাটের উদ্দেশ্যে চলে যান।উদ্ভোধন শেষ হতে না হতেই স্থানীয় বিক্ষুদ্ধ জনতা নতুন ঘাটে কোন প্রকার যানবাহন প্রবেশ করতে দেয়নি। পুলিশ প্রহরায় যানবাহন প্রবেশের চেষ্টা করা হলে পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হয়ে ওঠলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।

এতে করে যাত্রীদের পড়তে হয় চরম বিপাকে। তারা বাস না পেয়ে অতিরিক্ত দ্বিগুণ ভাড়া দিয়ে ঢাকামুখী বেবিটেক্সি, অটোরিক্সায় ছুটে যান যার যার গন্তব্যে। এ সময় শত শত যাত্রীসাধারণ মাওয়া ফেরীঘাটে ও চৌরাস্তা নতুন ঘাটে আটকা পড়ে ঘন্টার পর ঘন্টা চরম দুর্ভোগ পোহাতে হয়। ধর্মঘটকালে নতুন লঞ্চঘাটে কথা হয় ফরিদপুরের ভাঙ্গা থানার ঢাকাগামী যাত্রী বৃদ্ধ রেজিয়া বেগমের সাথে। তিনি বালুর রাস্তায় হাঁটতে হাঁটতে হাসফাস করে বলতে থাকেন, আগে পুরান ঘাটে এত হাটঁতে হয়নি।অথচ এখন প্রচন্ড রোদের মধ্যে হাটঁতে হচ্ছে। দুর্ভোগ এখানেই বেশী হচ্ছে।

অপরদিকে বৃদ্ধ আরেক যাত্রী মাদারীপুরের শিবচর এলাকার ইসহাক জানান, মালপত্র নিয়ে চৌরাস্তায় হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ঘাট স্থানান্তরের কারণে বাস চলছে না। এদিকে নৌমন্ত্রীর মাওয়া নতুন ঘাট প্রস্থানের পরপরই ঘাট স্থানান্তরের প্রতিবাদে দফায় দফায় মাওয়া ঘাট পরিবহন মালিক সমিতি, স্থানীয় দোকান মালিক সমিতি ও ঘাট ইজারাদার পক্ষের শতাধিক নেতাকর্মী একটি মৌন মিছিল নিয়ে মাওয়া ডাক-বাংলোয় জেলা এডিএম এস.এম. মাহফুজুল হক, পুলিশ সুপার শাহাবুদ্দিন ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈঠক করে।বৈঠক ফলপ্রসু না হওয়ায় ধর্মঘট অব্যাহত রাখা হয়। পরবর্তীতে একই দাবিতে ধর্মঘটকারীরা বিকাল ৪ টায় নৗ পরিবহন মন্ত্রানালয়ের স্থায়ী কমিটির সভাপতি হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে দ্বিতীয় দফায় বেঠক করে। এ সময় সরকারের পক্ষ থেকে নতুন লঞ্চঘাটে পর্যাপ্ত সুযোগ-সুবিধার আশ্বাস দেয়া ধর্মঘট প্রত্যাহার করা হয় এবং নতুন লঞ্চঘাট ও পার্কিং ইয়ার্ড থেকে দক্ষিণবঙ্গের লঞ্চযাত্রীরা চলাচল শুরু করে। মাওয়াঘাট কল্যান সমিতির সভাপতি আলী আকবর বিষয়টি নিশ্চিত করে জানান,বাস মালিক ও শ্রমিকদের দাবী অনুযায়ী উদ্ভোধন হওয়া নতুন লঞ্চঘাটে প্রয়োজণীয় নিরাপত্তা ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসে ধর্মঘট তুলে নেওয়া হয়েছে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply