গজারিয়ায় চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠানে হামলা : গ্রেফতার ১

চাঁদা না পেয়ে মুন্সীগঞ্জের গজারিয়ার ভবানীপুরস্থ সামুদা ক্যামিকেল কোম্পানীতে হামলা চালিয়ে ৩ কর্মকর্তাকে মারধরের ঘটনায় গজারিয়া থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার এ বি এফ ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন।এ ঘটনায় পুলিশ মামলার এজাহারভূক্ত আসামী মাসুদকে সোমবার দুপুরে গ্রেফতার করে আদালত পাঠায়। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। জানা গেছে, গজারিয়া উপজেলার ভবানীপুরস্থ পিকে গ্রুপ ইন্ডাষ্ট্রিজে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে এলাকার ৫ সন্ত্রাসী। দাবি করা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা রোববার সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে প্রশাসনিক কর্মকর্তা ইঞ্জিনিয়ার আলাউদ্দিন, মো. মোস্তফা ও জেনারেল ম্যানেজার এ বি এফ ইসলাম আহত হয়। গজারিয়া থানার এসআই ফরিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ মাঠে রয়েছে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply