টঙ্গিবাড়িতে বাঁধ মেরামত: বরাদ্দ মাত্র ৩০ লাখ টাকা!

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল বানারী এলাকায় ভেঙে যাওয়া প্রতিরক্ষা বাঁধ মেরামতের জন্য বরাদ্দ চাওয়া হয় আড়াই কোটি টাকা। এর মধ্যে মাত্র ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এত অল্প টাকায় কাজ শুরু করলে কোনো কাজে না লেগে উল্টো তা বিফলে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এ কারণে বরাদ্দ করা টাকা গচ্ছিত রেখে আরও বরাদ্দ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য (এমপি) হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বরাদ্দ বাড়ানোর পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বলেও জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মার ভাঙন ঠেকাতে নির্মিত প্রতিরক্ষা বাঁধ অস্থায়ীভাবে মেরামতের জন্য দুই কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়। এর মধ্যে মাত্র ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ সামান্য টাকা দিয়ে কাজ করলে তা শুরুতেই বিফলে যাবে। পদ্মার প্রচণ্ড স্রোতে ৩০ লাখ টাকা দিয়ে কোনো মেরামতই করা যাবে না। এজন্য বরাদ্দকৃত টাকা দিয়ে এ পর্যন্ত প্রতিরক্ষা বাঁধ মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

আরও বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। তা পেলেই মেরামত কাজ শুরু করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা আরও জানান, এ প্রতিরক্ষা বাঁধ স্থায়ীভাবে মেরামতের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ চেয়ে আলাদাভাবে আরও একটি আবেদন দাখিল করা হয়েছে।

পদ্মা ভাঙন রক্ষা কমিটির আহ্বায়ক লায়ন জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, প্রতিনিয়ত নদীর পাড় ভাঙন চলছে। এখনই মেরামতের উদ্যোগ নেওয়া না হলে নির্মিত প্রতিরক্ষা বাঁধ পুরোটাই নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

পানি উন্নয়ন বোর্ড মুন্সীগঞ্জ উপ বিভাগীয় প্রকৌশলী আমজাদ হোসেন জানান, এখনও নতুন কোনো বরাদ্দ পাওয়া যায়নি। স্থানীয় এমপিও বরাদ্দ বৃদ্ধির জন্য চেষ্টা চালাচ্ছেন।

দ্রুত বরাদ্দ হলে চলতি মে মাসের মধ্যে মেরামত কাজ করতে পারলে ভাল হতো বলেও জানান এই কর্মকর্তা।

সরেজমিন দেখা যায়, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শত কোটি টাকা ব্যয়ে টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল বানারী ও পাঁচগাও ইউনিয়নে পদ্মা পাড়ের আড়াই কিলোমিটার এলাকায় প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এতে বাঁধের মধ্যে ডুবোচর দেখা দেওয়ায় গত এক বছরে ৩২৩ মিটার এলাকা ভেঙে যায়। বর্তমানে এ ভাঙন অব্যাহত রয়েছে।

কাজী দীপু, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply