ছবি সত্য কথা বলে, সংবাদের চাইতেও বেশি শক্তিশালী

মাহবুবুল আলম
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম বলেছেন, ফটোগ্রাফী হচ্ছে একটি সৃজনশীল কাজ। ছবি সত্য কথা বলে। একটি সংবাদের চাইতে ও ছবি বেশি শক্তিশালী। ছবি অনেক কথা বলে। ছবির ভাষা সকলের জন্য একই। মুন্সীগঞ্জে তরুণ ফ্রিল্যান্স ফটোগ্রাফারদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আমাকে মুগ্ধ করেছে। তিনি মঙ্গলবার মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি আরো বলেন, আজ যে সকল গুণী আলোকচিত্র শিল্পীদের সম্মাননা দেয়া হয়েছে, এ তারা শুধু দেশে নয় এ বিশ্বায়নের যুগে পৃথিবীর কৃতি সন্তান হয়ে দাঁড়িয়েছেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটু। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি আরিফ-উল-ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক কাজী সাবিবর আহমেদ দীপু প্রমুখ। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তরা হলেন- রয়টার্সের এ বি এম রফিকুর রহমান, ইত্তেফাকের এ কে এম মহসিন, সমকালের মাহবুব হোসেন খান নবীন, চিত্র শিল্পি ও ফটোগ্রাফার আবুল খায়ের ও ওয়েবসাইট জার্নাল কালের ছবির সভাপতি আনমনা আনোয়ার। তারা তাদের অনুভূতি ব্যক্ত করেছেন।

এছাড়া আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী ২০ জনের মধ্যে ৭ জনকে পুরস্কৃত করা হয়। আলোকচিত্র প্রতিযোগিতায় সেরা সাত হলেন- কামরুল হাসান সজীব, শান্তুনু পাল, সহিদুল হাসান আদনান, পালাশ সরকার, নিশাত আবেদীন প্রিয়াংকা, আল মামুন এবং রাজিব মজুমদার। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply