মাওয়ায় তীব্র যানজট ॥ তীব্র যানজট

লঞ্চঘাটে অতিরিক্ত ভাড়া আদায়
মাওয়া নতুন লঞ্চ ঘাট উদ্বোধনের চার দিনেও যানজট স্বাভাবিক হয়নি। পরিকল্পনার অভাবে অব্যাহত যানজটে নাকাল হাজার হাজার মানুষ। যানজটে যাত্রীরা দীর্ঘপথ পায়ে হেটে লঞ্চ ঘাটে আসছে। এতে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পরিবহন মালিকরা অপিরকল্পিতভাবে পাকিং ইয়ার্ড সরিয়ে নেয়ার প্রতিবাদ জানিয়েছে পরিবহন মালিক সমিতি। এদিকে লঞ্চ ঘাটে প্রতি যাত্রী থেকে ৫ টাকা টোল আদায়ের পরিবর্তে আদায় করা হচ্ছে ২০ টাকা। অতিরিক্ত এই টোল আদায়ের ব্যাপারে দেখার যেন কেউ নেই। রক্ষকরা বরং ভক্ষকের ভূমিকা পালন করছে। ভূক্তভোগী সাংবাদিক বোরহানউদ্দিন জানান, তার কাছে অতিরিক্ত টোল দাবী করলে প্রতিবাদ করতেই টোল আদায়কারীরা বলেন বেশী বাড়াবাড়ি করলে ৫০ টাকা দিতে হবে। এখানে যাত্রীরা যেন অসহায়।

এই বিষয়ে স্থানীয় ফাঁড়ি ইনচার্জ খালিদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন, বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে। বন্দর কর্মকর্তা বাবু লাল বৈদ্দ জানান, দুই ঘাট একত্রে করে দিয়ে-বিআইডব্লিউটিএ ঘাটের ২টাকা এবং জেলা পরিষদের ৩ টাকা মোট ৫টাকা টোল আদায় করার কথা। কিন্তু ২০ টাকা আদায়ের অভিযোগ তিনিও শুনেছেন। এই অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য তিনি জেলা পরিষদ ইজারাদারকে দায়ী করেন।

বুধবার মাওয়ায় যানজট তীব্র আকার ধারণ করে। সকাল থেকেই চৌরাস্তার গোল চক্করে যানজট লেগে যায়। এ যানজট আস্তে আস্তে ২ কি.মি. দূরে খান বাড়ি ছাড়িয়ে যায়। ঢাকা থেকে দক্ষিণবঙ্গগামী মাওয়ার যাত্রীরা ২ থেকে আড়াই কি.মি. দূরে মেদিনীমন্ডল খান বাড়িরও দূরে বাস থেকে নেমে পায়ে হেটে মাওয়া লঞ্চ ঘাট যাচ্ছে। একই ভাবে ঢাকগামী যাত্রীরা লঞ্চ থেকে নেমে পায়ে হেটে একই স্থানে গিয়ে বাসে চড়ছে।এতে যত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। বিশেষ করে মহিলা ও শিশু যাত্রীদের দুর্ভোগ ছিল অবর্নীয়।

ষাট উর্ধো শরিয়তপুরগামী যাত্রী আফজাল শেখ বাস থেকে নেমে পায়ে হেটে অনেক কষ্টে মাওয়া চৌরাস্তায় এসছে। তিনি বললেন, ‘বাবারে ঈদের সময় এখানে যে কষ্ট করতে হয়, এখন ওই রকম কষ্টই পাইলাম। আমাগো মন্ত্রী স্যারে এইডা কি করল আমাগো লেই¹া? কষ্ট কমবো তো দূরের কথা কষ্ট আরো বাড়াইয়া দিল।’

প্রায় একই ধরণের কথা বললেন, বরিশালগামী যাত্রী মোবারক হোসেন, তিনি জানালেন ব্যাগ কাঁধে নিয়ে আড়াই কি.মি. পথ পায়ে হেটে ঘাটে পৌঁছতে তার দুর্ভোগের শেষ নেই। সরকার জনগনের দুর্ভোগ কমাবেতো দূরের কথা এখন দেখছি দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে।

এ ব্যাপারে ইলিশ পরিবহনের মালিক ও বাস মালিক সমিতরি কর্মকর্তা গোলাম গাউস সিদ্দিকি জানালেন ,যেভাবে অপরিকল্পিতভাবে সরু জায়গায় পর্যাপ্ত সুযোগ সুবিধা না রেখে এ পাকিং ইয়ার্ড ও লঞ্চ ঘাট তরিঘড়ি করে উদ্বোধন করা হয়েছে, তাতে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যানজটের কারণে বাসের ট্রিপ সংখ্যা কমে গেছে।যাত্রীদের দুর্ভোগ বেড়ে গেছে। আমাদেরকে নতুন এ লঞ্চ ঘাট থেকে বাস ছাড়তে এক পদের বাধ্য করা হয়েছে। এর প্রতিবাদে আমারা আবারো ধর্মঘটের ডাক দেবার প্রস্তুতি নিচ্ছি। ২/১ দিনের মধ্যেই আমরা ধর্মঘটের দিন জানিয়ে দিবো।

উল্লেখ্য দক্ষিণবঙ্গের যাত্রীদের দুর্ভোগ কমাতে অসমাপ্ত ও অপর্যান্ত সুযোগ সুবিধা রেখে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান গত ৫ মে মাওয়া চৌরাস্তা বরাবর দক্ষিণের পদ্মায় একটি পাকিং ইয়ার্ড ও স্থানান্তরিত লঞ্চ ঘাটের উদ্বোধন করেন। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় ওই দিনই মাওয়া বাস মালিক কল্যান সমিতি অনির্দিষ্টকালের জন্য ঢাকা-মাওয়া মহাসড়কে ধর্মঘটের ডাক দেয়। পরে নৌ পরিবহন সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী দ্রুততার সাথে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এব্যাপারে লৌহজং থানার ওসি আরজু মিয়া জানান, যানজট স্বাভাবিকের চেষ্টা চলছে। তবে নতুন ঘাট স্থানন্তরের কারণে কিছু নতুন সমস্যা হয়েছে। তা শিঘ্রই সমাধানের চেষ্টা চলছে।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply