মডেল অভিনেত্রী শায়না আমিন নতুন বিজ্ঞাপনের মডেল হয়েছেন সম্প্রতি। অমিতাভ রেজার নির্দেশনায় প্যারাস্যুট তেলের বিজ্ঞাপনে তাকে দেখা যাবে শিগগিরই। গতকাল তেজগাঁওয়ের একটি স্টুডিওতে এ বিজ্ঞাপনের শুটিং শুরু হয়েছে। নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে শায়না বলেন, বিজ্ঞাপনের থিমটি খুবই সুন্দর। একটি পরিবারের গল্প নিয়ে এটি তৈরি হচ্ছে। তাছাড়া অমিতাভ রেজার হাত ধরেই বিজ্ঞাপনের মডেলিংয়ে আমার পথচলা শুরু হয়েছিল। আমি এ বিজ্ঞাপনের মডেল হতে পেরে খুবই আনন্দিত। কারণ এর আগে এ বিজ্ঞাপনের মডেল ছিলেন ভারতীয়। আশা করি বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে। বর্তমানে শায়না এ বিজ্ঞাপন ছাড়াও প্রাণের একটি বিজ্ঞাপনে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ মাসেই এর চিত্রায়ণ শুরু হবে বলে তিনি জানান। এদিকে শায়না বিজ্ঞাপনের পাশাপাশি নাটকেও ব্যস্ত সময় পার করছেন।
দিনের শেষে
Leave a Reply