লৌহজংয়ে ইয়াবাসহ ২ ব্যক্তি র্যাবের হাতে ধরা পড়েছে। ধৃত ব্যক্তিদ্বয়কে শুক্রবার লৌহজং থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে মাওয়া চৌরাস্তার কাছের পেট্রোল পাম্পের নিকট হতে ২ ব্যক্তিকে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলে শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামের মৃত মোতালের হাজীর ছেলে মোঃ লিয়াকাত হোসেন (২৪) এবং সিরাজদিখান উপজেলার চন্দনপুর গ্রামের মৃত শেখ তৈয়ব আলীর ছেলে মোঃ মেহেদী হাসান। পরে তাদের লৌহজং থানায় সোপর্দ করলে এ ব্যাপরে একটি মাদক আইনে মামলা হলে গ্রেফতারকৃতদের শুক্রবার মুন্সীগঞ্জ কোর্টে চালান দেয়া হয়।
উল্লেখ্য মেহেদী হাসান সিরাজদিখান উপজেলার একটি সংঘবদ্ধ দলের সদস্য। ইতি পূর্বে সাংবাদিকসহ বিভিন্ন জনকে হুমকি ধমকি দেয়ায় এ দলের কয়েক জনের বিরুদ্ধে সিরাজদিখান থানয় ৪ টি জিডি রয়েছে বলে জানা যায়।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply