লৌহজংয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চরম উত্তেজনা

ফলোআপ
বিএনপি অফিসে তালা ॥ পুলিশের জিডি
লৌহজংয়ের বৌলতলী ইউপি উপনির্বাচনকে কেন্দ্র করে শুক্রবারের আওয়ামী লীগ সমর্থক সম্ভাব্য প্রার্থীর মাইক্রোবাসে হামলা, গুলি বর্ষণ ও ভাঙচুরের ঘটনায় শনিবারও কোন মামলা হয়নি। তবে পুলিশ একটি জিডি করেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৌলতলী ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য প্রার্থী আব্দুল সালাম মোল্লা ও তার কর্মীরা গাঢাকা দিয়েছে। লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্ভাব্য প্রার্থী আব্দুল রশিদ সিকদার শক্ত অবস্থানে রয়েছেন।

যে কোন সময় যে কোন ধরণের পরিস্থিতি মোকাবেলায় নেতা কর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন। বৌলতলী ইউপি বিএনপি অফিস এখন তালা বন্ধ অবস্থায় রয়েছে। শনিবার কোন নেতা-কর্মীদের এখানে দেখা যায়নি। মূলত স্থানীয় এ ইউপি উপনির্বাচনকে কেন্দ্র করে এখানে আওয়ামী লীগ ও বিএনপি দলীয়ভাবে সরাসরি জড়িয়ে পড়েছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরজু মিয়া জনান, শুক্রবারের ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তবে পুলিশ যথা নিয়মে একটি জিডি করেছে।

পুলিশের দায়ের করা জিডির তদন্তকারী কর্মকর্তা এস আই বিল্লাল জানান, বিষয়টি নিয়ে ব্যাপক তদন্ত চলছে। গুলি হবার এলকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে তিনি স্বীকার করেন।

উল্লেখ শুক্রবার উপজেরার বৌলতলী ইউনিয়নের উপ নির্বাচনকে সমনে রেখে সম্ভাব্য প্রাথী বিএনপির আব্দুল সালাম মোল্লা প্রতিপক্ষ প্রাথী আব্দুল রশিদ সিকদারের সমর্থকের মাইক্রোবাসের উপর গুলি ও হামলা চালিয়ে ব্যাপক ভাঙরচুর করে। পরে পাশের মাইজগাও বাজারের উত্তেজিত লোকজন সালাম মোল্লাকে মারধর করে। নির্বাচনী কৌমল হিসেবে রশিদ সিকদারের পক্ষ থেকে আপাততঃ কোন মামলা করা হচ্ছেনা বলে একটি সূত্র থেকে জানা যায়। আব্দুল সালাম মোল্লা এলাকায় না থাকায় ও মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বৌলতলী ইউপি চেয়ারম্যান নূর হোসেন শিকদার সম্প্রতি মারা যাওয়ায় এই উপ নির্বাচিত হচ্ছে। এতে তার পুত্র আব্দুল রশিদ সিকদার প্রার্থী হয়েছে।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply