চিত্রশিল্পী গ্রেফতার
নারায়নগঞ্জের সোনারগাঁ থেকে খোয়া যাওয়া ১টি সিএনজি উদ্ধার ও এক চিত্রশিল্পীকে মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্রেফতার করেছে পুলিশ। গজারিয়া উপজেলার ভবেরচর বাস ষ্ট্যান্ড এলাকা থেকে শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে পুলিশ ওই চোরাই সিএনজি উদ্ধার করে। এ সময় সিএনজির পেছনে থাকা পুরনো নাম্বার মুছে ফেলে নতুন নাম্বার লিখতে গেলে চিত্র শিল্পী আরমান মিয়াকে (২৫) পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরমান বিভিন্ন যানবাহনে ছবি একে থাকে। সে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার আয়েব আলীর ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আরমান ও উদ্ধারকৃত সিএনজি সোনারগাঁ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগের দিন শুক্রবার সকালে সোনারগাঁ বাস ষ্ট্যান্ড এলাকা থেকে সিএনজিটি খোয়া যায়।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply