সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম হওয়ার ঘটনা নিয়ে দৈনিক ভোরের ডাকে সংবাদ পরিবেশন করায় পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার তুহিন সানজিকে সাদা পোশাকধারী কর্তৃক নির্যাতন করার প্রতিবাদে মুন্সীগঞ্জ প্রেসকাবেরে পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসকাবের সামনে জুবলি রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে প্রেসকাবের সম্মেলন কক্ষে এ ব্যাপারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ প্রেসকাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিনের(যায়যায় দিন) সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ দীপু, (বাংলানিউজটোয়েন্টিয়েফোর ডটকম ও আমাদের সময়) সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ( ইনকিলাব), সাবেক সভাপতি আরিফ উল ইসলাম (যুগান্তর), চয়নিকার সম্পাদক শেখ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল (আজকালের খবর ও বাংলা ২৪ বিডি নিউজ), কোষাধ্য আবুসাঈদ সোহান (নয়া দিগন্ত, দিগন্তটিভি ও বার্তা ২৪ ডট নেট), মামুনুর রশীদ খোকা (সমকাল), সোনিয়া হাবিব লাবনী (কালের কন্ঠ ও বাংলা ভিশন), দি নিউ এজের জেলা প্রতিনিধি এডভোকেট জাহাঙ্গীর হোসেন আকাশ, ফটোগ্রাফার সুশীল কুমার, দৈনিক জনতার মাহাবুব আলম বাবু, মুন্সীগঞ্জ সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদ আহমেদ অর্ণব, দেশ জনতার গোলজার হোসেন, বাংলাদেশ সময়ের শেখ মো. রতন, ইসলামিক টিভির আব্দুস সালাম, দেশ টিভির সুজন হায়দার জনি, মাইটিভির মাঈনউদ্দিন, এটিনএন নিউজের ভবতোষ চৌধুরী নুপুর, দৈনিক খবরপত্রের শাহ আলম, সাংবাদিক হিটু, মনির হোসেন, ভোরের ডাকের প্রতিনিধি জুয়েল রানা, মুন্সীগঞ্জ সংবাদের স্টাফ রিপোর্টার হাসান জুয়েল প্রমুখ। এদিকে শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিক বিভাস চন্দ্র সাহা ও শহীদুজ্জামন টিটিুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও ঘাতক বাস চালকদের অবিলম্বে বিচার দাবি করা হয়।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply