মুন্সীগঞ্জের উত্তর বকচরসংলগ্ন মেঘনা নদীতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হামলা চালিয়ে ৫ মাছ ব্যাবসায়ীর ২ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ সময় ডাকাতদের হামলায় হামলায় জবিন দাস (৫০) ও গেসু বেপারী (৪৫) নামে দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন।
আহত মাছ ব্যবসায়ীরা বাংলানিউজকে জানান, মাছ বিক্রি করতে ট্রলারযোগে মেঘনা নদী দিয়ে নারায়ণগঞ্জে যাওয়ার পথে আধারা ইউনিয়নের উত্তর বকচর এলাকায় পৌঁছুলে অপর একটি ট্রলারযোগে নৌডাকাত লোকমান ও ফয়সালের নেতৃত্বে ৭-৮ জনের একদল ডাকাত তাদের ট্রলারে হামলা চালায়।
তারা আরও জানান, এ সময় ২ লাখ টাকার চিংড়ি মাছ লুট করে নিয়ে যায় ডাকাতরা। এতে বাধা দিলে ডাকাত দল ২ জনকে মারধর করে। আহত দুই মাছ ব্যবসায়ীর বাড়ি সদর উপজেলার আধারা ইউনিয়ারের কালিচর গ্রামে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন বাংলানিউজকে জানান, মাছ লুট করে নেওয়ার খবর শুনেছি। তবে শনিবার দুপুর পর্যন্ত আহতরা থানায় কোনো অভিযোগ করেনি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply