আওয়ামীলীগ নেতাকে সভাপতি করে যুবদলের কমিটি ঘোষণা!

তাৎক্ষনিক নবগঠিত কমিটির ২ নেতার পদত্যাগ
মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর পুরাতন ফেরীঘাট এলাকায় বুধবার রাতে সদর উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামীলীগ নেতা মোহাম্মদ পুস্তিকে যুবদলের সভাপতি করায় নবগঠিত কমিটি ঘোষণার পরপরই স্বেচ্ছায় স্বীয় পদ থেকে পদত্যাগ করেন- নবগঠিত কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান খান ও সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার মন্ডল। জেলা সদরের রামপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কমিটির কার্যকরী সদস্য মোহাম্মদ হোসেন পুস্তিকে সভাপতি ও চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক সরকারকে সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের নূর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে যুবদলের এ কমিটি ঘোষণা করা হয়। কোন সম্মেলন ছাড়া বুধবার রাত ৭ টার দিকে সদর উপজেলা যুবদলের এ কমিটি ঘোষণা করা হয়।

জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল ৭১ সদস্যের এ কমিটি ঘোষণা দেন। কমিটির পদত্যাগকারী সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার মন্ডল মোবাইল ফোনে রাত ৮ টার দিকে তিনিসহ অপর সহ-সভাপতি মিজানুর রহমানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। যুবদলের এ কমিটি ঘোষণাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপমন্ত্রী আবদুল হাই, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র একে এম ইরাদত মানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply