শায়না এখন

শায়না তখন দশম শ্রেণীর শিক্ষার্থী। তাঁর স্বপ্ন, বড় মডেল হবেন। টিভির পর্দা খুললেই ছবি ভেসে উঠবে। সব স্বপ্ন কি সত্যি হয়? শায়না ঠিকই সেই স্বপ্ন সত্যি করেছেন।

শুরুটা হয়েছিল ইকবাল আহমেদের স্টুডিও থেকে। ছবি তুললেন। সেই ছবি চলে গেল বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায়। একদিন ডাক এল। বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন। এরপর আপন জুয়েলার্সের বিজ্ঞাপনটি টিভিতে প্রচারিত হওয়ার পর শায়নাকে চিনলেন নাটকের লোকজন। শায়ের খান তাঁকে নিয়ে নির্মাণ করলেন ডানা কাটা শায়েরি নামের একটি ধারাবাহিক নাটক। এরপর আরিফ খান নিলেন টেলিছবিতে। শায়নার কাছে মনে হলো, সবকিছুই যেন স্বপ্নের মতোই এগিয়ে চলেছে। সেই স্বপ্নেই বিভোর তিনি।

‘নাটকের কাজ করতে করতেই আসলে আমি এইচএসসি পরীক্ষা দিলাম। এ সময় মেহেরজান ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলাম। সিনেমা করব, এটা কি ভেবেছি! আমার বাসা থেকেও আসলে অনুমতি ছিল না। যখন গল্পটা শুনলাম, তখনই আমি বাসার সবাইকে বোঝালাম। তাঁরা রাজি হলেন। সিনেমায় কাজ শুরু করলাম। প্রথম দিন তো ভীষণ নার্ভাস ছিলাম। তবে কাজটা করে বুঝতে পারছিলাম না যে আসলে কি ঠিক করছি, নাকি ভালো হচ্ছে।’ এভাবেই প্রথম ছবি মেহেরজান-এ কাজ করার অভিজ্ঞতার কথা বলছিলেন শায়না।
ছবি মুক্তির আগে উদ্বোধনী প্রদর্শনী হলো। সেখানে শায়না খুবই উৎকণ্ঠায় ছিলেন। ছবি শুরুর আগে তিনি একধরনের থমথমে পরিবেশ অনুভব করছিলেন। ছবি দেখা শেষে মানুষের কাছ থেকে ইতিবাচক মন্তব্য শুনে চোখের পানি যেন ধরে রাখতে পারছিলেন না।

‘আমি খুব করে চাইছিলাম যে ছবিটি ভালো হিসেবে মানুষের কাছে বিবেচিত হোক, আর আমার কাজটা যেন তাদের চোখে পড়ে। সেটাই হয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে, আসলে চেষ্টা থাকলে সবকিছুই করা সম্ভব।’ বললেন তিনি।

মেহেরজান ছবিতে কাজ করার পর শায়না বলেছিলেন, তিনি আগামী ছয় মাস কোনো ছবিতে অভিনয় করবেন না। পড়াশোনায় মনোযোগ দেবেন। কিন্তু নার্গিস আক্তার যখন তাঁকে পুত্র এখন পয়সাওয়ালা ছবির গান শোনালেন, তখন শায়নার মনে হয়েছে, এ ধরনের ছবিতে কাজ করতে পারাটা আনন্দদায়ক। তিনি সানন্দে রাজি হলেন। মাসুদ আকন্দ ‘পিতা’ নামের একটি গল্প নিয়ে গেলেন। সেটিও পছন্দ হলো। শায়না সেই ছবিটিও করলেন। দুটি ছবিই এখন মুক্তির মিছিলে রয়েছে।
জানতে চাইলাম সিনেমায় কাজ করার অভিজ্ঞতার কথা।

‘পুত্র এখন পয়সাওয়ালা ছবিতে ববিতা আপা আছেন। এত বড় মাপের শিল্পীর সঙ্গে কাজ করার আগে আমার গলা শুকিয়ে যেত। হাত-পা আর নাড়াতে পারতাম না। কেমন যেন জড়তা চলে আসত নিজের মধ্যে। ধীরে ধীরে কাজ করতে করতে আমি স্বাভাবিক হয়ে কাজ করেছি।’

শায়নাকে এরই মধ্যে আরও বেশি জনপ্রিয় করে তোলে শহীদের গাওয়া ‘এক জীবন’ গানের মিউজিক ভিডিওটি। শায়নার কিন্তু কাজটা করার ইচ্ছাই ছিল না। অনুরোধে কাজটি করার পর এখন তিনি মনে করেন, কাজটি তাঁর ক্যারিয়ারকে এগিয়ে নিতে খুবই সহযোগিতা করেছে।

খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠছেন শায়না। আর ঠিক তখনই শোনা গেল, তিনি বিয়ে করেছেন। শায়না প্রথমে অবশ্য কিছু বলেননি।

‘ও মিডিয়ার বাইরের মানুষ। পড়াশোনা করছে। সামনে অস্ট্রেলিয়ায় যাবে। আসলে, আমাদের দুজনের পরিচয় ছিল। ও আমাকে পছন্দ করত। আমার সম্পর্কে খোঁজখবর রাখত। ধীরে ধীরে আমাদের সম্পর্কটা আরও ভালো হয়। তারপর দুজনে সিদ্ধান্ত নিই, বিয়ে করব। ব্যস, বিয়েটা করে ফেললাম।’

এখন আর কাজ করবেন না?

প্রশ্ন শুনে একটু বিস্মিত তিনি।

‘কেন করব না? সামনেই আমি বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করব। এরপর নাটকের কাজের প্রস্তাব আসছে। সেখান থেকে বেছে বেছে কাজ করব।’

শায়নার কাছে জানতে চাইলাম, একসঙ্গে অনেক মাধ্যমে কাজ করছেন। আসলে আপনি কোন দিকে নিজেকে সফল দেখতে চান?

শায়নার উত্তর, ‘আমি নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় কাজ করব। যখন যেখানে ভালো লাগবে, সেখানেই কাজ করব। তবে গতানুগতিক কোনো সিনেমায় কাজ করতে চাই না।’

প্রথম আলো – কামরুজ্জামান

Leave a Reply