বিরোধী দলীয় নেতাদের মুক্তি দাবি বি চৌধুরীর

বিরোধী দলের নেতাদের মুক্তি দাবি করেছেন বিকল্পধারা নেতা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, “সরকার যদি ভেবে থাকে, বিরোধী দলীয় নেতাদের কারাগারে রেখে নির্বাচনে করবে, তা হলে তারা ভুল করবে।” শুক্রবার বিকালে মিরপুর সাংবাদিক কলোনি কমিউনিটি সেন্টারে পল্লবী থানা বিকল্পধারা’র রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় সাবেক এই রাষ্ট্রপতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিএনপি ক্ষমতায় থাকাকালে ২০০৩ সালে বি চৌধুরীকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা হয়। এরপর তিনি নতুন দল বিকল্পধারা বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।

বিকল্পধারা বাংলাদেশ এর সভাপতি বি চৌধুরী সরকারি দলের উদ্দেশে বলেন, “অতীতের দিকে তাকিয়ে দেখুন, বাঁশ দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হয়েছে। ১৭০ দিনের বেশি হরতাল আপনারা করেছেন। এখন ক্ষমতায় গিয়ে যা করছেন, তা ঠিক নয়। দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেবেন না। অন্যথায় কোনো বিপর্যয় ঘটলে আপনারাই দায়ী থাকবেন।’’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিশ্ব মানবাধিকার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সরকার বিচার বহির্ভূত হত্যা বন্ধের অঙ্গীকার করলেও তা বন্ধ হয়নি। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাবের বিরুদ্ধে গত বছর বিচার ছাড়াই ৫৪ জনকে হত্যার অভিযোগ এসেছে।

সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় মত প্রকাশে বাধা দেওয়ার অভিযোগ তুলে বি চৌধুরী আরো বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি। ইলিয়াস আলী গুম রহস্যের কিনারা হয়নি। আমরা এখন ভয়ে আছি কখন কোন রাজনৈতিক নেতা গুম হয়ে যান।

পল্লবী থানার সভাপতি আহম্মদ হোসেন মল্লিকের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে মহানগর (উত্তর) সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান টিটু, কেন্দ্রীয় নেতা শেখ শহিদুজ্জামান, আসাদুজ্জামান বাচ্চু, মজিবর রহমান চৌধুরী, মহিউদ্দিন মাল, শরীফ খান প্রমুখ বক্তব্য রাখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply