পদ্মা সেতু: মালয়েশিয়ার প্রস্তাব আজ

পদ্মা সেতু প্রকল্পে মালয়েশিয়া আজ সোমবার সরকারকে প্রস্তাব দেবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার রাজধানীর যানজট নিরসন এবং যানবাহনের সৌন্দর্য বর্ধন বিষয়ক এক সভার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ সফররত মালয়েশিয়া সরকারের ভারত ও দক্ষিণ এশিয়ার অবকাঠামো বিষয়ক বিশেষ দূত দাতো সেরি সামি ভেল্লুর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে আজ সেতু ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে মালয়েশিয়া পদ্মা সেতু বিষয়ে তাদের প্রস্তাব সরকারের সামনে উপস্থাপন করবে।

দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংক ঋণ চুক্তি স্থগিত করলে সরকার বিকল্প অর্থায়নের জন্য মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ করে। পদ্মা সেতুর কাজ শুরুর জন্য গত ১০ এপ্রিল মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ। তখন দেশে ফিরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মে মাসের শেষ দিকে মালয়েশিয়া চুক্তির প্রস্তাব দেবে।

এদিকে রবিবারের বৈঠকে ঢাকা মহানগরীতে চলাচলকারী পুরনো, চলটে উঠা যানবাহনগুলোকে নতুন করে রং করে চলাচল করার নির্দেশ দেয়া হয়েছে। এজন্য তিন মাসের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।

মন্ত্রী জানান, মহানগরীর গণপরিবহনের সক্ষমতা বাড়াতে শীঘ্রই দুই হাজার ট্যাক্সি ক্যাব নামানো হবে। ইতোমধ্যে বিআরটিএ প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটি শহরে ২০ হতে ২৫ ভাগ রাস্তা থাকতে হয় অথচ ঢাকা সিটি কর্পোরেশনের তথ্য অনুয়ায়ী ঢাকা মহানগরীতে রাস্তা আছে শতকরা ৮ ভাগ। আবার এ ৮ ভাগও পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। তিনি বলেন, পরিবহন ব্যবস্থাপনায় আমাদের দক্ষতা বাড়াতে হবে এবং যানজট কমাতে সকলের সম্মিলিত ও সমন্বিত কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।

মন্ত্রী বলেন, কিছু কিছু বাস, মিনিবাস বা পাবলিক পরিবহন রংচটা, জরাজীর্ণ ও ত্রুটিপূর্ণ অবস্থায় চলাচল করছে। এতে শহরের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।

সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, সড়ক বিভাগের সচিব এমএএন সিদ্দিক, বিআরটিএ চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, ডিএমপির কমিশনারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ব্যাংক, পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের ও অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনকন্ঠ

Leave a Reply