ঢাকা-মাওয়া মহাসড়কে দনি কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার খবরে বুধবার সকালে মুন্সীগঞ্জে আদালত প্রাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা আক্তারের মা-ভাই ও বোনসহ একই পরিবারের ১০ সদস্য। এ মহিলা জজ আপনজন হারানোর ব্যাথায় বুধবার সকালে আদালতে শোকে মূহ্যমান হয়ে পড়েন। বুধবার দিনভর মুন্সীগঞ্জ শহরের গোটা আদালত পাড়ায় শোকের ছায়া বিরাজ করতে দেখা গেছে। এতে জেলা ও দায়রা জজ এবং জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারিক কর্মকান্ড বন্ধ থাকে। কোন শুনানী ছাড়াই বিভিন্ন মামলায় বিচার প্রার্থীদের পরবর্তী ধার্য তারিখ দিয়ে দেওয়া হয়। দিনের শুরুতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা আক্তারের মা-ভাই-বোনসহ পরিবারের ১০ সদস্যের করুন মৃত্যুর খবর আসে। এতে তেমন ভাবে শুরু না হতেই আদালতের বিচারিক কর্মকান্ড গুটিয়ে যায়। বুধবার ঢাকা থেকে মাইক্রোবাসযোগে এ বিচারকের মা, ভাই ও বোনসহ একই পরিবারের ১০ সদস্য নিজ গ্রামের বাড়ি ফরিদপুর যাচ্ছিলেন। পথিমধ্যে দনি কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় বিপরীত থেকে ছুটে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে সংঘর্ষে একই পরিবারের ১০ জনসহ ১২ জন নিহত হন।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply