রাজধানীতে ভগ্নিপতির গুলিতে স্ত্রীর বড় ভাই খুন : হন্তারককে ধিক্কার

রাজধানীর শাহজাহানপুর থানাধীন শান্তিবাগে স্ত্রীর বড় ভাই মোজাম্মেল হোসেন মিলনকে (৪০) গুলি করে হত্যার ঘটনায় হন্তারক ভগ্নিপতি ও যুবলীগ নেতা হাফিজুর রহমান খান হাফিজের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঈমামপুর গ্রামবাসী এখন ধিক্কার দিয়ে বেড়াচ্ছেন। বুধবার দিনভর তার গ্রামের বাড়িতে নিরব-নিস্তব্ধ থাকতে দেখা গেছে। তার বৃদ্ধ বাবা বকুল খান, ঈমামপুর ইউপির চেয়ারম্যান ছোট ভাই জিন্নাহ খান ছাড়া পরিবারের অধিকাংশ সদস্যই বুধবার বাড়িতে ছিলেন না। স্ত্রী পারভীন আক্তার বেবীকে (৩৫) নির্যাতন করাকে কেন্দ্র করে প্রতিবাদী বড় ভাইকে নিজের পিস্তল দিয়ে গুলি করেন যুবলীগ নেতা স্বামী হাফিজুর। সোমবার মধ্যরাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডটি বুধবার সারাদিন মুন্সীগঞ্জে সরব আলোচনা চলে। নানা কানাঘুষাও শোনা গেছে। নিজ এলাকায় আপন চাচাত ভাই গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতার পারিবারিক বিরোধ-দ্বন্ধও রয়েছে হাফিজুরের।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply