টঙ্গীবাড়ীতে হিজবুত তাওহিদের ২ সদস্য আটক

ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী গ্রামে ইসলামী বই ও ভিসিডি ক্যাসেড বিনামূল্যে বিতরণের সময় হিজবুত তাওহিদের ২ সদস্যকে আটক করে পুলিশে সোপার্দ করেছে স্থাণীয় চেয়ারম্যান ও জনতা। গতকাল শুক্রবার টঙ্গীবাড়ী থানা পুলিশ তাদের জেল হাজতে প্রেরন করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফিরোজ হোসেন (২৭) ও হুমায়ন কবির (৩৫) নামের দুই যুবক আউটশাহী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিনামূল্যে ইসলামী বই ও ভিসিডি ক্যাসেড বিতরণ করছিলো। এ সময় স্থাণীয় জনগন তাদের আটক করে আউটশাহী ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। চেয়ারম্যান সেকান্দর বেপারী তাদের আটক করে রেখে টঙ্গীবাড়ী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে টঙ্গীবাড়ী থানায় নিয়ে আসে। তাদের নিকট হতে ৯ টি ইসলামী বই, ২ টি ভিসিডি ও ১টি ডিভিডি ক্যাসেড উদ্ধার করা হয়েছে। আকটকৃত ফিরোজ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আদাবাড়ী গ্রামের মো. মতিউর রহমান ও হুমায়ন বরিশালের উজিরপুর উপজেলার গাজীর পার গ্রামের মোতালেব হাওলাদার এর ছেলে।

Leave a Reply