সমালোচনার মধ্যেও পুলিশ জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক গড়ে তুলেছে

মুন্সীগঞ্জ পুলিশ সুপার
সাংবাদিক নির্যাতন ও শ্লীতাহানির ঘটনায় বর্তমানে ঢাকায় পুলিশের ভুমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠলেও মুন্সীগঞ্জ পুলিশ জবাবদিহিতার মাধ্যমে জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক গড়ে তুলেছে। শনিবার দুপুর দেড় টার দিকে মুন্সীগঞ্জ সদর থানা প্রাঙ্গনে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান বিপিএম এ কথা বলেন। তৃনমূল পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবস্থা অবগত হওয়া ও তা প্রতিরোধের ল্েয সদর থানা প্রাঙ্গনে ওপেন হাউস ডে আয়োজন করেন মুন্সীগঞ্জ পুলিশ। এতে সংঘটিত হত্যাকাণ্ড, ছিনতাই, জোরপূর্বক জমি দখল, মাদক বিক্রি ও তার প্রতিরোধের ল্েয আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় বক্তারা সদর থানার শীর্ষ সন্ত্রাসী খসরু বাহিনীর প্রধান খসরুকে গ্রেফতার না করায় অসন্তোষ প্রকাশ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুননেছা নাজমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্য প্রবীর কুমার গাঙ্গুরী, মুন্সীগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসকাব সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক কাজী সাবিবর আহমেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুল কবির, মহাকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোনা মিয়া বেপারী প্রমুখ।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply