একটি পরিবারকে গৃহবন্দি করে রাখার অভিযোগ

মুন্সীগঞ্জে একটি পরিবারের সদস্যদের ৩ দিন ধরে বাড়িতে আটকে রাখা হয়েছে বলে অভিয়োগ পাওয়া গেছে। সদর উপজেলার আধারা ইউনিয়নের বকচর গ্রামে ৩ দিন ধরে ওই পরিবারের বাড়ির চারিদিকে বেড়া দিয়ে তাদের বন্দি করে রাখা হয়েছে। ফলে ওই পরিবারের সদস্যরা নিজ বাড়ি থেকে রেব হতে পারছেন না।

এ ঘটনায় রোববার বিকেলে অবরুদ্ধ পবিারের সদস্য রানু বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে সদর থানায় অভিযোগ দাখিল করেছেন।

এ বিষয়ে রানু বেগম বাংলানিউজকে জানান, একই গ্রামের প্রভাবশালী দুলাল মোল্লা, রস্তম হাওলাদার গং দীর্ঘদিন ধরে তার বসতবাড়ি দখলের চেষ্টা চালাচ্ছে। তাই তারা ১ জুন টিন ও কাঁটাতার দিয়ে বসতবাড়ির চারিদিকে বেড়া দিয়েছে।

সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়াদুল হক বাংলানিউজকে বলেন, একটি অভিযোগপত্র পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply