মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব-দেউলভোগ এলাকায় সোমবার সকালে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৮ জন আহত হয়েছে। সকাল ১০ টার দিকে পূর্ব-শত্র“তার জের ধরে প্রতবেশী নবী হোসেন ও মনির হোসেনের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নবী হোসেন (৬০), এমারত হোসেন (৪৫) ও ময়না বেগমকে (২৫) শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্য কমল্পেক্সে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, পূর্ব-বিরোধের জের ধরে সোমবার সকালে মনির হোসেন ও নবী হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় শ্রীনগর থানায় নবী হোসেনের পক্ষে অভিযোগ দায়ের করা হয়েছে।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply