পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে উপঢৌকন গ্রহণের অভিযোগ

মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিভিন্ন টেক্সটাইল মিলের কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলে বায়ু দুষন করলেও মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সেদিকে খেয়াল নেই। মুক্তারপুর ও চর মুক্তারপুরে সিমেন্ট ফ্যাক্টরীর অ্যাশ ও ডাইং ও প্রিন্টিংসহ অংসখ্য শিল্প প্রতিষ্ঠান পানি ও বায়ু দুষন করে প্রাকৃতিক পরিবেশ বিপন্ন করে তুলেছে। মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস মুন্সীগঞ্জেও পালন করেছে মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তর। আর এ দিবস সফল করার জন্য পরিবেশ বিনষ্টকারীদের সহযোগিতা নিতে হয়েছে মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরকে।

সকালে মুন্সীগঞ্জ পরিষদ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে শহরে র‌্যালি বের হয়। আর এ র‌্যালির গেঞ্জি যোগান দেয় চর মুক্তারপুরের আইডিয়েল টেক্সটাইল মিল। পরিবেশ নষ্ট করে ব্যবসায়ী সুযোগ বাড়িয়ে দিতেই মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তর ওই টেক্সটাইল মিল কর্তৃপক্ষের কাছ থেকে এ গেঞ্জি সরবরাহ করা হয় বলে সচেতন মহলের দাবি। প্রায় হাজার খানেক গেঞ্জি সরবরাহ করে ওই প্রতিষ্ঠানটি। এতে করে মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের বাবমূর্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে গত বছরের ২ জুলাই চর মুক্তারপুরে আইডিয়েল টেক্সটাইল মিলস ও বর্ণালী ফ্যাবিক্সকে কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় মাটির নীচে নির্মিত পাইপ লাইনের মাধ্যমে সরাসরি ধলেশ্বরী নদীতে ফেলার অভিযোগে ৩৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। ওই সময় পূর্ণাঙ্গভাবে পানি পরিশোধন প্লান্ট (ইটিপি) স্থাপন না করা পর্যন্ত ডাইং ও প্রিন্টিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এর পর আর মুক্তারপুরে টেক্সটাইল মিলসগুলোতে পরিবেশ অধিদপ্তরের অভিযানের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সোনিয়া সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা বর্জ্য পরিমোধনাগার নির্মাণ করে আইনের আওতায় এসেছেন। এ কারনে তাদের কাছ থেকে ২শ’ গেঞ্জি নেওয়া হয়েছে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply