মুন্সীগঞ্জ সদরের চিতলীয়া-মুন্সীরহাট-কাচারী সড়কে আন্তঃজেলা বাস মালিক সমিতির ডাকা বাস ধর্মঘট বুধবার দ্বিতীয় দিনের অব্যাহত রয়েছে। এদিকে ধর্মঘটের কবলে এ সড়কে জেলা শহরের সঙ্গে চরাঞ্চলের ৫টি ইউনিয়নের বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাস না পেয়ে শহরমুখো চরাঞ্চলের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়েই সিএনজি চালিত অটোরিকশা ও টেম্পো-স্কুটারেই যাতায়াত করছেন যাত্রীরা।
২ বাস চালককে মারধর করার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বাস ধর্মঘট পালন করছে আন্তঃজেলা বাস মালিক সমিতি। এতে বুধবার দ্বিতীয় দিনের মতো ওই সড়কে বাস চলাচল করেনি। বাসের অভাবে বুধবার সারাদিন যাত্রীরা অসহায় হয়ে পড়েন।
অন্যদিকে শহরের পুরাতন কাচারী এলাকায় সোমবার রাতে বাস চালক মোফাজ্জল ও সায়েদকে মারধর করা হলে ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও জড়িতদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে আহত মোফাজ্জল জানিয়েছেন।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) সুলতান বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ দাখিল করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
=======================
মুন্সীগঞ্জে চিতলীয়া-মুন্সীরহাট-কাচারী সড়কে বাস ধর্মঘট অব্যাহত
মুন্সীগঞ্জ সদরের চিতলীয়া-মুন্সীরহাট-কাচারী সড়কে আন্ত:জেলা বাস মালিক সমিতির ডাকা বাস ধর্মঘট বুধবার দ্বিতীয় দিনের অব্যাহত রয়েছে। ধর্মঘটের কবলে ওই সড়কে জেলা শহরের সঙ্গে চরাঞ্চলের ৫টি ইউনিয়নের বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাস না পেয়ে শহরমুখো চরাঞ্চলের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়েই সিএনজি-অটোবাইক ও টেম্পো-স্কুটারেই যাতায়াত করছেন যাত্রীরা। ২ বাস চালককে মারধর করার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বাস ধর্মঘট পালন করছে আন্ত:জেলা বাস মালিক সমিতি। এতে বুধবার দ্বিতীয় দিনের মতো ওই সড়কে বাস চলাচল করেনি। বাসের অভাবে বুধবার সারাদিন যাত্রীরা অসহায় হয়ে পড়েন। এদিকে, শহরের পুরাতন কাচারী এলাকায় সোমবার রাতে বাস চালক মোফাজ্জল ও সায়েদকে মারধর করা হলে ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও জড়িতদের বিরুদ্ধে পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলে আহত মোফাজ্জল দাবি করেন। তিনি জানান, বাস চলাচল বন্ধ করে দিতেই শহরের সিএনজি-অটোবাইক সমিতির লোকজন তাদের মারধর করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া পর্যন্ত ওই সড়কে বাস চলাচল বন্ধ থাকবে বলে আহত অপর বাস চালক সায়েদ জানান।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply