১১ জুন ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় গণসংযোগ করছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রোববার সকাল থেকে নেতাকর্মীরা এ গণসংযোগ শুরু করেছেন। এছাড়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে।
জানা গেছে, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান শফিক ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জাহিদের নেতৃত্বে দলীয় নেতারা বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ করে চলেছেন।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply