মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে মিরকাদিমস্থ পলিটেকনিক ইনস্টিটিউট কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
এতে মাহমুদুল হাসান তারিককে আহ্বায়ক ও শাহাবাজ মোল্লা আশিক, শাহাদাৎ হোসেন, কাউসার, মেহেদী হাসান, সুমন দেওয়ান, ফয়সাল, সাব্বির, ফজল খানকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
পরে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি মো. আশাদুজ্জামান সুমন ও সাধারণ সম্পাদক আবু সাইদ এ কমিটি অনুমোদন করেন।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply