মুন্সীগঞ্জে বর্ষাকে বরন করে নামলো স্বস্তির বৃষ্টি

শেখ মো.রতন, মুন্সীগঞ্জ থেকে: খরতাপে পুড়ছিল গোটা মুন্সীগঞ্জ জেলা। সেই মূুহুর্তে বর্ষাকে বরন করে নিতে শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহর-শহরতলীতে আকাশ ভেঙ্গে নেমেছে স্বস্তির বৃষ্টি। বিকেল সোয়া ৪ টার দিকে বর্ষার প্রথম দিনে এ বৃষ্টিতে মুন্সীগঞ্জবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। টানা ১৫ দিন প্রচন্ড খরায় ভুগতে থাকা মুন্সীগঞ্জ বাসীর জন্য পরম আনন্দের হয়ে উঠে এ বৃষ্টি। এ সময় নারী-পুরুষ ও শিশুরা রাস্তায় নেমে এসে বৃষ্টিতে ভিজে বর্ষার বুকে পরশ মাখেন।

এদিকে, বর্ষার প্রথম দিনে জেলা শহরের পুরাতন কাচারী এলাকায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে শুক্রবার বর্ষা বরন উৎসব করা হয়েছে। এ সময় শিল্পকলায় বর্ষার গান পরিবেশিত হয়। বর্ষা বরন অনুষ্ঠান চলার পাশাপাশি নামে আকাশ ফেটে নামে ওই বৃষ্টি। প্রায় আধা ঘন্টা অবিরাম এ বৃষ্টি চলে। এতেই মুন্সীগঞ্জবাসীর প্রান ঠান্ডা করে দেয় এ বৃষ্টি।

Leave a Reply