বর্ষায় মাছ শিকারের ফাঁদ দুয়ার

বর্ষার নতুন পানিতে থৈ থৈ করছে গ্রামের নদী-নালা ও খাল-বিল। গ্রামের নদ-নদীতে মাছ শিকারে জেলেদের মাঝে এখন উৎসব চলছে। এ সময় নদী-খাল-বিলে মাছ শিকারের জন্য বিশেষ ধরনের ফাঁদ পেতে থাকেন জেলেরা। এর স্থানীয় নাম ‘দুয়ার’। মাছ শিকারের এ বিশেষ ফাঁদ দুয়ার পাততে মুন্সীগঞ্জের প্রত্যন্ত গ্রামাঞ্চলের নদ-নদী আর খাল-বিলে এখন জেলেরা ব্যস্ত সময় পার করছেন। বর্ষার নতুন পানিতে দুয়ার পাতার উৎসব চলছে মুন্সীগঞ্জের সর্বত্র।

জেলেরা জানান, বর্ষা মৌসুমে জেলার ৬টি উপজেলার মেঘনা, ধলেশ্বরী, পদ্মা, ইছামতির শাখা নদীগুলোতে হাজার হাজার দুয়ার পাতা হয়ে থাকে। এক একটি দুয়ার নদ-নদীতে ঘণ্টাখানেক পেতে রাখা হয়। দুয়ারের মুখ দিয়ে ভেতরে প্রবেশ করে অগণিত মাছ। বিশেষ করে চিংড়ি শিকারে দুয়ার পাতার জুড়ি নেই। এ ফাঁদে চিংড়িই বেশি পাওয়া যায়। এ জন্য সাধারণত চিংড়ি শিকারিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দুয়ার।

জেলেরা আরও জানান, বাঁশের কঞ্চি দিয়ে এ দুয়ার তৈরি হয়। একেকটি দুয়ার তৈরিতে বাঁশের চিকন কঞ্চি লাগে প্রায় ৫০টির মতো। এগুলো দড়ি দিয়ে বেঁধে ত্রিভুজ আকারে সাজানো হয় বাঁশের কঞ্চি। এভাবে দুয়ার তৈরি শেষে গ্রামাঞ্চলের খাল-বিল ও বিভিন্ন নদীর শাখা নদীতে পাতা হয়ে থাকে। বর্ষা মৌসুমে এ দুয়ারের চাহিদা বেড়ে যায়। এ সময় জেলার বিভিন্ন হাট-বাজারে এ দুয়ার বেচাকেনা হয়।

সমকাল

Leave a Reply