আজ পরিবেশ রক্ষা কমিটির আলটিমেটামের শেষ দিন

ফসলি জমিতে ইটভাটা
সিরাজদীখান উপজেলার দোসরপাড়া এলাকায় ইছামতি নদীর পাড়ে তিন ফসলি জমিতে অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনকে দেওয়া লতব্দী ইউনিয়ন পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির ১০ দিনের আলটিমেটাম আজ শুক্রবার শেষ হচ্ছে। ওই আলটিমেটাম অনুযায়ী উপজেলা প্রশাসন অবৈধ ইটভাটা নির্মাণ বন্ধ না করলে এদিন বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিতে পারে কমিটি। এদিকে বৃহস্পতিবার সকালে তড়িঘড়ি করে মালিকপক্ষ ওই অবৈধ ইটভাটার নির্মাণ কাজ শুরু করলে গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা যে কোনো মূল্যে এ ইটভাটা নির্মাণ প্রতিহত করবেন। তাই গ্রামবাসীর ক্ষোভ ক্রমেই বাড়ছে। এ লক্ষ্যে গতকাল গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করতে পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির নেতৃবৃন্দ বাড়ি বাড়ি প্রচারণা চালিয়েছেন।

এ প্রসঙ্গে ইউএনও মো. ওয়াহেদুর রহমান বলেন, ইটভাটা মালিকের কাছে প্রয়োজনীয় কাগজ রয়েছে। ওই এলাকায় এলাকাবাসীর অবস্থান সত্ত্বেও জেলা পরিবেশ অধিদফতরের দেওয়া ছাড়পত্র নিয়ে সেখানে ইটভাটা নির্মাণ করছে।

সমকাল

Leave a Reply