মুন্সীগঞ্জে সড়ক পরিদর্শন
রেল ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ দেশে টাকা ছাড়ের যে জটিলতা, এ জটিলতা অনেক মহতী উদ্যোগকে ব্যর্থ করে দেয়, অনেক ভাল কাজ সময়মতো টাকা ছাড়ের প্রক্রিয়াগত জটিলতার কারণে সম্পন্ন করতে পারি না, জটিলতার অবসান না হলে জনগণের দুভোর্গ লাঘব সম্ভব হয় না।’
শুক্রবার সকালে তিনি ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের পঞ্চবটি-মুক্তারপুর অংশ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৮কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়। কাজের গুণগতমান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে গুরুত্বপূর্ণ এই সড়কটি সরু হওয়ায় তিনি ভবিষ্যতে সড়কটি চার লেনে উন্নীত করার পরিকল্পরনার কথা প্রকাশ করেন।
মন্ত্রী সরেজমিন রাস্তাটি পরিদর্শন শেষে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু কর্তৃপক্ষের অফিসে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের খুঁটিনাটি বিষয়ে অবগত হন। এই সময় নাসিম ওসমান এমপি, সেতু কর্র্তপক্ষের সচিব, সেনাবাহিনীর সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা এবং মুন্সীগঞ্জ ও নারায়ণঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পের পুনর্মূল্যায়ন কাজ চলছে। শীঘ্রই পদ্মা সেতু হবে। পদ্মা সেতুর পর নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সেতু নির্মাণ কাজ শুরু হবে। এছাড়া মন্ত্রী অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে, বর্ষা চলে আসা এবং টাকা ছাড় না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কমানা করেন।
ইজিবাইক ও করিমন-নসিমন নিয়ে মন্ত্রীর ক্ষোভ যোগাযোগমন্ত্রী পঞ্চবটি সড়ক দিয়ে মুক্তারপুর যাওয়ার সময়ে হঠাৎ করেই গাড়ি থেকে নেমে ছুটে গেলেন রাস্তার পাশে থাকা ব্যাটারিচালিত ইজিবাইকের দিকে। মন্ত্রীর আসা দেখে বাইকের চালক যাত্রী রেখেই পাশের একটি দোকানে ঢুকে যান। মন্ত্রী পরে আটকে দেন রাস্তাটি দিয়ে চলাচলরত আরও একটি ইজিবাইক। কথা বলেন চালকের সঙ্গে। কিভাবে ইজিবাইকটি চালানো হচ্ছে, আর বিদ্যুত কোথায় থেকে পেলেন চালকরা। মন্ত্রী চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, এ কারণেই দেশে লোডশেডিং হচ্ছে। মন্ত্রী পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত ৫টি স্থানে গাড়িবহর থামিয়ে রাস্তায় চলাচল করা ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ইজিবাইক চালকদের কাছে কাগজপত্রও দেখতে চান। ইজিবাইকের ব্যাটারি কিভাবে চার্জ করা হয় সে খবরও চালকদের কাছ থেকে নেন মন্ত্রী। চালকরা জানান, তারা বাধ্য হয়েই এ বাইক চালাচ্ছেন। বেকারত্ব দূর করতে তাদের এ বাইক কাজে আসছে।
ঝুঁকিপূর্ণ এ পরিবহন ছাড়াও করিমন-নসিমনসহ এমন নানা ধরনের অবৈধ যান চলাচলে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, এসব যান যানজট ছাড়াও রাস্তা নষ্ট করে জীবনের ঝুঁকি বাড়ায়। স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন মন্ত্রী।
জনকন্ঠ
Leave a Reply