ছিনতাই হওয়া ১৮ টন রড ও ট্রাক মুন্সিগঞ্জে উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পৃথক তিনটি স্থান থেকে রোববার দুপুরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের পাগলা থেকে ছিনতাই হওয়া সাড়ে ১৮ টন রড উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। অন্যদিকে রড বহনকারী ছিনতাই হওয়া ট্রাকটি ঢাকার দোহার থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পাপ্পু মিয়া নামে এক রড ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত রডের আনুমানিক মূল্য ১১ লাখ টাকা বলে জানা গেছে।

র‌্যাব-১১ সূত্র বাংলানিউজকে জানায়, রোববার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার শ্রীনগর উপজেলার বালাশুর এলাকার মামুন সরদারের নির্মাণাধীন বহুতল ভবনে, বালাশুর চৌরাস্তা এলকার জহুরা সিকদার মার্কেটে ও ভাগ্যকূল বাজারের পাপ্পু মিয়ার রডের দোকানে অভিযান চালিয়ে ওই রড উদ্ধার করা হয়।

একসময় র‌্যাবের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজার এলাকা থেকে রড বহনকারী ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব-১১ এর ভাগ্যকূল ক্যাম্পের কমান্ডার হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া রড ও ট্রাক উদ্ধার করা হয়েছে। এ সময় পাপ্পু মিয়া নামে রড ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ট্রাকটি দোহার থানা পুলিশের হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, মামুন সরদার নামে এক ব্যক্তি তার কাছে রডগুলো রেখে যায় বলে বলে আটক পাপ্পু মিয়া জানিয়েছে। বিষয়টির তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে র‌্যাবের টিম মাঠে রয়েছে।

রোববার ভোরে নারায়ণগঞ্জের পাগলা এলাকার বেঙ্গল ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ২০ টন রড ট্রাকে তুলে পাগলা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে চালক ও হেলপারকে পিটিয়ে ১০-১২ জনের ছিনতাইকারী দল রডভর্তি ট্রাকটি ছিনিয়ে নেয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

=======================

শ্রীনগরে ছিনতাই হওয়া ট্রাকসহ ১৮ টন রড উদ্ধার : আটক ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকসহ ছিনতাই হওয়া ১৮ টন রড উদ্ধার ও ২জনকে র‌্যাব আটক করেছে। রোববার শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ও বালাসুর এলাকায় র‌্যাব-১১ অভিযান চালিয়ে দুই রড ব্যবসায়ীকে আটক ও ছিনতাই হওয়া রড ও ট্রাক উদ্ধার করে। এদের মধ্যে ভাগ্যকূল বাজারের পাপ্পু এন্টারপ্রাইজের মালিক পাপ্পুকে (৩৫) গ্রেফতার ও বালাসুর বাজারের রড ব্যবসায়ী নিতাই সাহাকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে র‌্যাব জানায়।

র‌্যাব-১১ শ্রীনগরের ভাগ্যকূল ক্যাম্পের কমান্ডার মো. হুমায়ন জানান, রোববার ভোর সাড়ে ৫ টার দিকে পাগলাস্থ তালতলা বাজারস্থ বেঙ্গল ট্রান্সপোর্ট থেকে ১১ লাখ টাকার ১৮ টন রড ট্রাক বোঝাই করে ঢাকা-মাওয়া মহাসড়ক পথে সাতক্ষীরা সদরে যাচ্ছিল। ট্রাকটি বুড়িগঙ্গা সেতু অতিক্রম করার পর সন্ত্রাসীরা শ্রীনগর এলাকায় ট্রাক চালক ও হেলপারকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মারধর করে মাইক্রোবাসযোগে সাভার এলাকায় নিয়ে ফেলে রেখে যায়। শ্রীনগরের মান্দ্রা এলাকার ডাকাত সর্দার মানিক দেওয়ান, মামুন সর্দার ও কুদ্দুসের নেতৃত্বে ৬-৭ জনের ডাকাত দল রডসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে র‌্যাব-১১’র সদস্যরা অভিযানে নামেন। সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাগ্যকূল বাজারের পাপ্পুর দোকান, মাদ্রা গ্রামের ডাকাত সর্দার মামুন দেওয়ানের নির্মাণাধীন বাড়ি ও বালাসুর বাজার থেকে ছিনতাই হওয়া ১৮ টন রড উদ্ধার করে র‌্যাব-১১। পরে দুপুর ১২ টার দিকে দোহারের মেঘলা বাজার এলাকা থেকে দোহার থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply