মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিআরডিবির আওতাভুক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার উপজেলা বিআরডিবি কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এ নির্বাচনে সভাপতি পদে আব্দুল খালেক সিকদার ও গিয়াসউদ্দিন মিয়া, সহ-সভাপতি পদে সোহেল খান ও মো. আলী হোসেন এবং পরিচালক পদে একটি ব্লকে আব্দুল খালেক বেপারী, বাদশা সরকার ও আব্দুল লতিফ প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কমিশনার সিরাজদিখান উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা হরিপদ মণ্ডল বাংলানিউজকে জানান, বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সমিতির মোট ভোটার সংখ্যা ১৩১ জন। পরিচালক পদে ৬টি ব্লকের মধ্যে ৫টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বিকেল সোয়া ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনার প্রস্তুতি চলছিল।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply