মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়িতে শনিবার বিকালে সৌর বিদ্যুত ইন্ডাস্ট্রিজের বানিজ্যিক যাত্রা শুরু হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সুকুমার রঞ্জন ঘোষ এমপি। ‘সোলার পাওয়ার এন্ড ইলেক্ট্রিকস ইন্ডাস্ট্রিজ’ নামে শিল্পটি বাংলাদেশ-চীন সাথে যৌথভাবে শুরুতেই বছরে ১০ মেগাওয়াট সমপরিমান সৌর বিদ্যুত সরঞ্জামাদি উৎপাদন করতে সক্ষম হচ্ছে। তবে এটি আগামী এক বছরের মধ্যে ৫০ মেগাওয়াট সমপরিমান সৌর বিদ্যুত সরঞ্জামাদি উৎপাদন করতে পারবে বলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও অনুষ্ঠানের সভাপতি আব্দুল হালিম মৃধা জানিয়েছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাইনিজ প্রকৌশলী তোয়ান সিয়েন রিয়েন, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান সেলিম আহম্মেদ ভূইয়া, তোফাজ্জাল হোসেন প্রমুখ।
এই শিল্পটি স্বল্পমূল্যে ৫ ওয়াট থেকে ৩শ’ ওয়াট পর্যন্ত ১৬ রকমের প্যানেল তৈরী করছে।
প্রধান অতিথি বলেন, সৌর বিদ্যুত ইন্ডাস্ট্রিজটি দেশের বিদ্যুত সঙ্কট নিরসনসহ অনগ্রসর এলাকায় বিদ্যুত সুবিধা পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০০৯ সালে এই শিল্পটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল।
মুন্সিগঞ্জ নিউজ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়িতে সৌর বিদ্যুত ইন্ড্রাস্ট্রিজ উদ্বোধন এর খবর একটি খুবই গুরুত্বপূর্ণ সসুংবাদ সবার জন্য। এর ফলে বাংলাদেশের সকল জেলা ও উপজেলাতে যদি এরকম সৌর বিদ্যুত ইন্ড্রাস্ট্রিজ তৈরি করা যায় তাহলে বাংলাদেশ অনেকদূর এগিয়ে যাবে।
ধন্যবাদ
মেনন