ঢেউ প্রচ- বেগে আছড়ে পড়ে ভেঙ্গে নিচ্ছে মাওয়া তীর। এতে হুমকির মুখে রয়েছে মাওয়া ফেরিঘাট, পার্কিং ইয়ার্ড, বিআইডব্লিউটিসির ভাসমান ওয়ার্কশপ। এ ছাড়া মাওয়া ঋষি বাড়ি এলাকা, কান্দিপাড়া, যশলদিয়া, কবুতরখোলা, কুমারভোগ, শিমুলিয়া, গাওদিয়া, শামুরবাড়ি ও ডহরী এলাকায়ও ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ পদ্মা উত্তাল হয়ে উঠে ভাঙ্গন শুরু হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে পদ্মা পাড়ের মানুষ। মাওয়া-কাওড়াকান্দি রুটে নৌযান চলেছে ঝুঁকি নিয়ে। সীমিত সংখ্যক সিবোর্ট চলাচল করছে। উত্তাল পদ্মার বড় বড় ঢেউয়ের কারণে লঞ্চ চলছে অতি ঝুঁকি নিয়ে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও ঢেউয়ের কারণে গন্তব্যে পৌঁছতে অপেক্ষকৃত সময় লাগছে বেশি। সোয়া কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত পার্কিং ইয়ার্ড হুমকির মুখে পড়ায় লঞ্চ ঘাটটি সচল রাখাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
বিআইডব্লিউটিসির মাওয়া অফিসের মেরিন অফিসার আব্দুস সোবহান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল হয়ে উঠে। ভাঙন বন্ধ না হলে মাওয়া বিআইডব্লিউটিসির ভাসমান ওয়ার্কশপটি সরিয়ে নিতে হতে পার।
মাওয়া ঘাটের সিবোর্ট মালিক মোঃ বাবুল মিয়া জানান, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় ঝুঁকি নিয়ে চালকরা পদ্মা পাড়ি দেয়নি, তাই ব্যবসায়িকভাবেও দিনটি ছিল খারাপ।
এদিকে পদ্মা পারের বিভিন্ন এলাকায় নদী ভাঙন দেখা দেয়ায় নদী তীরবর্তী এলাকার লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বর্ষা শুরু হতে না হতে আকস্মিক ভাঙনে নিজেদের বসতভিটা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে এ সকল পদ্মা পারের ভাঙন কবলিত মানুষগুলো।
এব্যাপারে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, মাওয়া ঘাট এলাকায় গত ২/৩ দিন ধরে আকস্মিক এ ভাঙ্গন শুরু হয়েছে। তবে মাওয়াঘাট ও পার্কিং ইয়ার্ডের নতুন লঞ্চঘাট সচল রাখতে সব চেষ্টা চলছে। এছাড়া লৌহজংকে পদ্মার থাবা থেকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
লৌহজংয়ে পদ্মা অব্যাহত ভাঙ্গণে এ পর্যন্ত ৩৩টি গ্রাম নিশ্চিহ্নসহ বহু সরকারী বেসরকারী স্থাপনা বিলীন হয়ে গেছে।
মীর নাসরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে: জনকন্ঠ
Leave a Reply