কীর্তিনাশা পদ্মা মূহুর্তে গিলে খাচ্ছে বিস্তির্ণ জনপদ

শেখ মো.রতন: পদ্মা সর্বনাশা আমাগো ঘর বাড়ি কাইর‌্যা নিছে। অহন তো আমাগো থাহনের জায়গা নাই। সাংবাদিক সাবরা আমাগো কথা ভালো কইর‌্যা লিহেন। সরকার আমাগো লাগা কিছুই করতাছে না। সরকারি বড়-বড় সাবগো তো থাহনের লাইগ্যা বড় বড় দালান আছে। আমগাগো মাটির ঘর-তাও পদ্মায় গিলে নিছে। শ্ধুু বড় সাবরা বাঁচবো আর আমডাগো মরণ লাগবো-এইডা কি পৃথিবীর নিয়তি। আমগো কি বাঁচনের ইচ্ছা অয় না। এহন থাহনের পথ নেই, হেরপর বাঁচনের পথ পাইব না বুঝি কীর্তিনাশা গাঙের পাড়ের মানুষগুলান— ভোরে কয়েক মিনিটের ব্যবধানে মূহুর্তের মধ্যে বাপ দাদার বসতভিটে প্রমত্ব পদ্মার ভাঙ্গনে বিলীন হয়ে যাওয়ার কথা জানাতে গিয়ে এভাবেই আস্ফালন করেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেদারপুর গ্রামের পদ্মা পাড়ের বাসিন্দা মধ্য বয়সি হাতিম বেপারী। তিনি জানান- ভয়াবহ ভাঙ্গনের মুখে এভাবেই পদ্মার বুকে আঁছরে পড়ছে একের পর এক বসতভিটে, ফসলি ও বিস্তির্ন অঞ্চল। হাতিম বেপারীর মতো পদ্মার করাল গ্রাসে সর্বশান্ত ভাগ্যকুল গ্রামের শিরনি বেগম বুক চাঁপড়ে আহাজারী করছিলেন হারিয়ে যাওয়া বসতভিটের অবশিষ্টাংশ পাড়ে বসে। “পুলাপান লইয়া এহন কই যামু। গাঙ আমডার সোনার ঘর বাড়ি গিলা নিছে। এহন খোলা আকাঁশের নীচে থাহন লাগবো আমডার। পুলপানা লইয়া থাহনের একমাত্র ঠিকানা আমডার কীর্তিনাশা পদ্মার পাড়েই। যদি হেইহানও খাইয়া গিইল্যা লয়, তয় পুলাপান লইয়া হেইহানের নদীর পাড়েই আবারো মাথা গুঁজুম”Í এ প্রতিবেদকের কাছে কথাগুলো বলতে গিয়ে শিরনি বেগম আর চোখের জল ধরে রাখতে পারেননি।

তিনি বলেন- এ চোখের জল আইর একলা না, কীর্তিনাশা পদ্মা বহুত শিরনি বেগমকে কাঁদাইতাছে। জেলার শ্রীনগর উপজেলার পদ্মা তীরবর্তী গ্রামগুলোতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঘুরে কীর্তিনাশা পদ্মার ভয়াবহ ভাঙ্গনের এ চিত্র চোখে পড়ে। টানা বর্ষন, প্রবল ঘূর্ণাবর্ত ও তীব্র স্রোতের তোড়ে গ্রামগুলোতে রুদ্র মূর্তি রুপ ধারন করেছে প্রমত্ব পদ্মা। পদ্মা কীর্তিনাশা মূহুর্তেই বসতভিটে, দোকানপাট, ফসলি জমি গিলে খাচ্ছে। গেলো ৪৮ ঘন্টার ব্যবধানে জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল থেকে বাঘরা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকা জুড়ে এ ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ওই ৪৮ ঘন্টায় কীর্তিনাশা পদ্মার বুকে বিলীন হয়েছে ২ শতাধিক বসতভিটে। এ পরিবারগুলো এখন গৃহহীন হয়ে পড়েছেন। ঘর-বাড়ি সরিয়ে নিচ্ছে আরো কয়েক শতাধিক পরিবার। প্রায় ২ হাজার একর ফসলি জমি আর কয়েক হাজার গাছপালা ক্ষুধার্থ পদ্মার পেটে গেছে গত ২ দিনের ভাঙ্গন তান্ডবে। একইসঙ্গে বালাশুর-মাওয়া সড়কের বেশীর ভাগ অংশই পদ্মার গভীরে হারিয়ে গেছে বলে গ্রামগুলোর বাসিন্দারা জনিয়েছেন। ভাঙ্গন কবলিত গ্রামগুলোতে পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তার দেখা ও সরকারি সাহায্য পাননি। ভাঙ্গন নিয়ে সংবাদ প্রকাশিত হলেও এখনো পর্যন্ত টনক নড়েনি পাউবোর।

জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল, চারিপাড়া, মাগডাল, মান্দ্রা, বাঘরা, কবুতর খোলা, কেদারপুর গ্রাম পুরোটাই মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার প্রহর গুনছে। এ গ্রামগুলোর রাস্তাঘাট, ফসলি জমি ও বেশ পরিমানের বসত ভিটেসহ অর্ধেকাংশ গত কয়েকদিনের ভাঙ্গনে পদ্মায় বিলীন হয়ে গেছে। বর্ষার শুরুতে পদ্মায় ভাঙ্গন দেখা দিলেও মঙ্গলবার, আগের দিন সোমবার দিন-রাতে রুক্ষমূর্তি নিয়েছে পদ্মা। এ ক’দিনের টানা বর্ষনে পদ্মায় উত্তাল ঢেউ, অনবরত ঘূর্ণাবর্ত ও স্রোতের তীব্রতার মুখে ভাঙ্গনের তীব্রতায় গ্রামগুলোর বাসিন্দারা সারা রাত জেগে বাড়ি-ঘর রক্ষায় সাধ্যমত চেষ্টা চালাচ্ছেন। তবু শেষ রক্ষা হয়নি ওই সব গ্রামের হাকিম মাষ্টারের ৩টি বসতঘর, আব্দুল মজিদ মোড়লের ২টি ঘর, কুদ্দুস মিয়ার ১টি, মালেক মোড়লের ২টি, সিরাজুল মোড়লের ১টি, লিটন শেখের ২টি বসতঘরসহ ২ শতাধিক বসতভিটে। সরেজমিনে গিয়ে জানা গেছে- রাত জেগেও বসতঘর সরিয়ে নিতে প্রচেষ্টা চালাচ্ছেন ভাঙ্গন কবলিত অসহায়, হতদরিদ্র পদ্মার পাড়ের বাসিন্দারা। সোমবার দিবাগত গভীর রাতে ভাঙ্গনের কবলে বসতভিটে রক্ষা করতে না পারলেও লজ্জা নিবারনের পরিধেয় কিছু পোশাকই এখন সহায় সম্বল সেখানকার দানেশ ফকিরের। তার মতো কাইয়ুম, আমির হোসেন, বীরতারা, রহিম মিয়াসহ বেশ কয়েক বাসিন্দাকে ছেলে-পুলে নিয়ে অন্যত্র আশ্রয়ে ছুটছেন। গ্রামগুলোতে পানি উন্নয়ন বোর্ড ৪২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে যে জিও ব্যাগ ফেলেছিল পদ্মা পাড়ে- সেই জিও ব্যাগের অস্তীত্ব নেই এখন সেখানে। ভাঙ্গনরোধে পাউবোর ওই জিও ব্যাগ বিলীন হয়ে গ্রামগুলোতে আগ্রাসী হয়ে উঠে পদ্মা।


এদিকে ভয়াবহ ভাঙ্গনের মুখেও নিজেদের চাঁদার টাকায় পদ্মা পাড়ে বাঁশের বাঁধ দিয়ে ঐতিহ্যবাহি ভাগ্যকুল বাজারটি এ যাবত রক্ষা করা হয়েছে। প্রায় আধা-কিলোমিটার এলাকা জুড়ে বাজারের ব্যবসায়ী ও দোকানদারদের কাছ থেকে উত্তোলন করা ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে এ বাঁশের বাঁধ দেওয়া হয়েছে। এতে মঙ্গলবার বিকেল ৫টা অব্দি ভাগ্যকুল বাজারের শতাধিক দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গনের থাবায় রক্ষা পেলে পদ্মা পাড়ে দাঁড়িয়ে আছে।

চলতি ভয়াবহ ভাঙ্গন প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আমজাদ হোসেন মোবাইল ফোনে জানান- পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা-পরিচালক আব্দুল মান্নানের একটি টিম মঙ্গলবার সকালে ভাগ্যকুল বাজার পরিদর্শন করেছেন। ভাঙ্গন কবলিত এলাকায় এবারো জিও ব্যাগ ফেলানোর পরিকল্পনা রয়েছে তাদের। টিমটি জিও ব্যাগ ফেলার বিষয়টি প্রত্যক্ষ করতেই পদ্মা পাড়ে পরির্দশনে যান। তবে- এই মূহুর্তে ভাঙ্গনরোধে কোন বরাদ্ধ নেই বলে তিনি দাবি করেন।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply