বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সংশয় প্রকাশ করে বলেছেন, সরকারি দল যদি গায়ের জোরে আগামী নির্বাচন তাদের পক্ষে নেওয়ার জন্য কূটকৌশল অবলম্বন করে, তাহলে গণতন্ত্র নিশ্চিতভাবে বিপন্ন হবে। তিনি বলেন, গায়ের জোরে নির্বাচন হলে তা দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন দেশকে অরাজকতা ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে, ফলে গণতন্ত্র নিশ্চিতভাবে বিপন্ন হবে বলে মন্তব্য করেন বি. চৌধুরী।
গতকাল শুক্রবার বিকেলে বিকল্প ধারার কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে বিকল্প শ্রমজীবী ধারার কর্মী সমাবেশ ও রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমজীবী ধারার সভাপতি মো. আয়নুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, ঢাকা মহানগরীর (উত্তর) সভাপতি মাহবুব আলী, নাজমুল করিম বাচ্চু, মো. ওয়াসিমুল ইসলাম, আসাদুজ্জামান বাচ্চু, আরিফুল হক সুমন, জাকির হোসেন, পারভীন আক্তার, রায়হানা পারভীন, দিনা আহম্মেদ, মো. রফিক, মো. মিজান প্রমুখ।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য এই সরকার কিছুই করেনি। প্রায় বৃষ্টিহীন মৌসুমে কৃষক ধানের বাম্পার ফলন করেও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছেন। ফলে তাঁরা যদি ধান উৎপাদন ছেড়ে দেন তাহলে দেশ খাদ্যঘাটতির দিকে চলে যেতে পারে। সাবেক এই রাষ্ট্রপতি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমাদের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্ট শিল্প ধ্বংস করার চক্রান্ত চলছে। এরই মধ্যে এই খাতটি কবজা করার জন্য বিদেশিরা তুমুল প্রতিযোগিতা শুরু করেছে। সুতরাং এ খাতকে রক্ষার জন্য সাবধান হতে হবে। গার্মেন্ট মালিক ও শ্রমিকদের মধ্যে যেকোনো মূল্যে সহযোগিতা, সহানুভূতি ও সহমর্মিতা বজায় রাখতে হবে। শ্রমিক ও মালিকরা সবার ওপরে দেশের স্বার্থ বিচেনায় রেখে এগিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
কালের কন্ঠ
Leave a Reply