মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

শেখ মো.রতন: মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ সভাপতিসহ ৬টি পদে ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ১টি সহ-সভাপতি পদসহ ৮টি পদে বিজয়ী হয়েছে। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এমারত হোসেন সমান সংখ্যক ৭৭ ভোট পান। এতে এ পদে আগামী এক সপ্তাহের মধ্যে পুন:নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ সম্পাদক পদে আ’লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট নাসিমা বেগম পান ৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থীসহ এ নির্বাচনে ১৫টি পদে পৃথক দু’প্যানেলে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

গত বৃহস্পতিবার জেলা আইনজীবী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন দিবাগত মধ্য রাতে ভোট গননা শেষে এ ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে ২’শ ৩৭ ভোটের মধ্যে ২’শ ৩৩ জন ভোটধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আব্দুল মান্নান।

বিএনপি সমর্থিত প্যানেলের বিজয়ীরা হচ্ছেন- সহ-সভাপতি মো: ছালাহউদ্দিন ঢালী, সহ-সাধারণ সুলতানা রোজিনা ইয়াসমিন, লাইব্রেরী সম্পাদক শফিউদ্দিন আহমেদ, ধর্ম ও সমাজ কল্যাণ আক্তার হোসেন, কার্যকরী সদস্য মো: আরিফ হোসেন, হান্নান মিয়া জুয়েল, মনির হোসেন লিংকন, হাবিবুর রহমান। অপরদিকে আ’লীগ সমর্থিত প্যানলের বিজয়ীরা হচ্ছেন- সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো: নজরুল ইসলাম বাদল, দপ্তর সম্পাদক আব্দুল হালিম সরদার, কোষাধ্যক্ষ ফিরোজ খান, ক্রীড়া ও নাট্য সম্পাদক রুহুল আমিন ও কার্যকরী সদস্য মাহবুবুর রহমান তুহিন।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply