শাই শাই শব্দে দুর দুরান্তে আঁখি।
পথ রুদ্ধ, বালুকা গ্রাস॥
বর্ষার এক রাশ মেঘ আর
এক ঝাক পায়রার দখলে
আকাশের সব শূন্যতার নিশ্চলতা ঘিরে॥
উড়ন্ত স্বপ্নগুলো বুকের অন্তরাল হতে
একবার পায়রার পাখায় আবার ঐই কালো মেঘের ভেতরে
ভালোবাসা আর ভালোলাগা এক হয়ে
বুকের গহিনে দুরন্ত প্রলয় তুলে।
কৈশরের স্বপ্নগুলো ডানা বাধে বুকে
ইচ্ছে হই আমিও যদি পায়রার দলে মিশে
মেঘদের স্বপ্ন চুরার দেশে যদি…
একটি স্বপ্নের হাত আসে ভেসে
আহবান করে যায় আমায় তারে সাথে….
হঠৎ ধূসর কালো মেঘের নিচে
একটি সাদা হাত আকঁেড় আমায়।
শাই শাই শব্দ গুলো তখন
মনে হয় যেন শানাইয়ের শুর।
এর মাঝে আকাশ বির্দিন স্বর
শাই শাই শব্দ গুলো সীমাহীন হতে সীমাহীনতায়
সাদা ধূসর হাতটি কালো অন্ধকারে,
তারে ডাকতেই হাত বাড়ায় দেখি
একটি মাঝ বয়সি হাত একা শূন্যতায়।
দুরন্ত কিশোর প্রেমের রুক্ষèতায় পুড়ে পুড়ে
প্রেমের প্রলোভন চায় উড়ন্ত মেঘেদের কাছে।
বয়সের মাপকাঠি আর সময়ের স্রোত
সব কিছু স্লান করে দেয় প্রকৃতির প্রলোভন।
Leave a Reply