আবেদনের তারিখেই আ’লীগ নেতার নামে নামজারি!

কাজী দীপু: আবেদনের তারিখেই শহর আ’লীগ সাধারণ সম্পাদকসহ ৩ জনের নামে নামজারি করার ঘটনা ঘটেছে। এটা কিভাবে সম্ভব হলো তা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে মুন্সীগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়।

এছাড়া সংশধোনী মামলা (মিস কেস) চলা অবস্থায় নামজারি করার কোন বিধান না থাকলেও মোটা অংকের উৎকোচের বিনিময়ে সদর ভূমি অফিসের কতিপয় অসাধুু কর্মকর্তারা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থরা। স্থানীয় সাংবাদিকরাও এ ঘটনার সত্যতা খুজেঁ পেয়েছেন।

জানা গেছে, মুন্সীগঞ্জ মৌজার ৪২৪ খতিয়ানের ১০৮২ ও ১০৮৩ নং দাগের ১৬.৭৫ শতাংশ সম্পত্তি নিয়ে গত ১১ মাস ধরে সদর সহকারী কমিশনার (ভূমি)’র অধীনে সালাউদ্দিন গংদের সঙ্গে সেরাজুল গংদের ভুল সংশোধনী মামলা (মিস কেস) চলছিল। এতে সেরাজুল গং পক্ষ মামলায় হেরে যায়। এরপরই শহর আ’লীগ সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন কল্লোল গং তৃতীয় পক্ষ হয়ে চলতি বছরের ২ জানুয়ারী নামজারির জন্য আবেদন করেন।

সংশ্লিস্ট সূত্র জানায়, আবেদনের তারিখেই ১৬.৭৫ শতাংশ সম্পত্তির মধ্যে ১২ শতাংশ সম্পত্তি শহর আ’লীগ সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন কল্লোল, জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আল মাহমুদ বাবুর স্ত্রী সাবেরা বেগম ও আব্দুর রহমান রবিন নামে ২ জানুয়ারী নামজারি করা হয়েছে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী চাকমা জানান, শহর আ’লীগ সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন কল্লোল গং যে তারিখে আবেদন করেছেন, সেই একই তারিখেই নামজারি করে দেওয়ার বিষয়টি জানতে পেরে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভুল সংশোধনী মামলা (মিস কেস) চলাকালে নামজারি করার যাবে না স্বীকার করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী চাকমা আরও জানান, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই ভুলক্রমে আ’লীগ নেতার নামে হওয়া এ নামজারি বাতিল করা হবে।

আমাদের সময়

Leave a Reply