সিরাজদিখানে মৃত ছাগলের ময়না তদন্ত

কে, এন, ইসলাম বাবুল: বৃহস্পতিবার বিকালে সিরাজদিখান উপজেলার কোলা গ্রামে মৃত ছাগলের ময়না তদন্ত করেছে প্রানীসম্পদ কর্মকর্তা ডা.গনেশ চন্দ্র মন্ডল। বাদীর অভিযোগ থেকে জানাযায়, গত সোমবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে কোলা গ্রামের মৃত হাশেম ফকিকের ছেলে মোঃ আলম ফকির (৩৮), একই গ্রামের পাশের বাড়ির মৃত লাল মিয়ার ছেলে মোঃ সুজনের একটি ১০ হাজার টাকা মুল্যের রাম ছাগল বিষ দিয়ে মেরে ফেলেছে।

এ ব্যাপারে সিরাজদিখান থানায় সুজন বাদী হয়ে অভিযোগ করেছে। ঘটনার দিন থানা ও প্রানী সম্পদ হাসপাতালে মৃত ছাগলটি নিয়ে সকাল-সন্ধ্যা তিনবার গিয়েছে সুজন, পুলিশ বিষয়টি আমলে নেয় নাই। হাসপাতালের কর্মকর্তা থানার কাগজ ছাড়া ময়না তদন্ত করবেন না। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচিত হলে বাদির অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করে এবং ময়না তদন্তের নির্দেশ দেয়। তাই ৪দিন পর মাটিচাপা থেকে উঠিয়ে মৃত ছাগলের ময়না তদন্ত করা হয়।

এ মামলার তদন্ত কর্মকর্তা এএসআই সায়েদুর জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে, শুক্রবার মিমাংশা হওয়ার কথা না হলে মামলা চালু হবে।

বাংলাপোষ্ট২৪

Leave a Reply