ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা মাঠে শনিবার সকালে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। জাতীয় প্রতিবদ্ধী ফাউন্ডেশন এর অর্থায়নে ও টঙ্গীবাড়ী সমাজকসেবা অফিস এর উদ্যেগে উপজেলার ১৫ জন প্রতিবন্ধীর মধ্যে এ সমস্ত হুইল চেয়ার বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন স্থাণীয় এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি। আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিরা হায়দার,টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জগলুল হাওলাদার ভূতু।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া ফিরোজ আহমেদ খান প্রমুখ। পরে টঙ্গীবাড়ী উপজেলা কৃষি অফিস এর উদ্যেগে দুঃস্থ আসহায় কৃষকদের মধ্যে ৮ টি পাওয়ার টিলার বিতরণ করা হয়।
টঙ্গীবাড়ীতে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে।
Leave a Reply