পদ্মারে তোর তুফান দেইখা পরান কাঁপে ডরে…

সেতু ইসলাম: পদ্মারে তোর তুফান দেইখা পরান কাঁপে ডরে_ পল্লীগীতির মরমি শিল্পি আব্দুল আলীমের নদীমাতৃক বাংলাদেশের নদীর করালগ্রাসে সর্বস্ব হারানো মানুষের জীবনী নিয়ে গেয়ে যাওয়া সেই অমর বাণী যেন আজো মুন্সীগঞ্জের পদ্মাতীরবাসীর কানে বাজছে অহর্নিশ। ‘রাক্ষুসী পদ্মার দয়ামায়া নেই। অকুল দরিয়া আর কতবার বাড়িঘর ভাইঙ্গা নিবো। বাড়িঘর একবার ভাইঙ্গা নিয়া যায়। ধারদেনা করে আবার বানাই। এরহম কবার যে বাড়িঘর হারাইলাম_ আর বানাইলাম তা বলবার পারুম না।’ এভাবেই কান্নাজড়িত কন্ঠে বলেন, বাপদাদার ভিটে মাটি পদ্মার বক্ষে বিলীন হওয়ার ভয়ে কাতর মান্দ্র গ্রামের মিজান মহুরী।

বেশকয়েকবার ভিটেবাড়ি তাদের নদীগর্ভে বিলীন হয়েছে বাপদাদারা তা আবার গড়েছেন। এবার যদি পদ্মায় শেষ সম্বল এই ভিটেটা নিয়ে যায় কোথায় গিয়ে দাঁড়াবে তার পরিবার নিয়ে এই ভাবনায় তাড়া করছে মিজানকে দিবারাত্রি। চিরাচরিত বাংলার রূপ বর্ষার আগমনের শুরুতেই মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রমত্তা পদ্মায় ভাঙন দেখা দিয়েছে। বর্ষার শুরুতে পদ্মার ভয়ঙ্কর গর্জনে নদী পাড়ের বাসিন্দারাও মিজানের মতো আতঙ্কিত হয়ে পড়েছেন। বাপ-দাদার বসতভিটে ছেড়ে অনেকে অন্যত্র আশ্রয়ের সন্ধানে ছুটতে শুরু করেছেন। কিন্তু বছর বছর পদ্মায় ভাঙন দেখা দিলেও পানি উন্নয়ন বোর্ডের তাতে কোনো মাথা ব্যথা নেই বলে ভাঙনকবলিতরা দাবি করেন। এ জন্য পানি উন্নয়ন বোর্ডের ওপর ভরসাও নেই পদ্মাপরের মানুষের। এ দিকে ভাঙনরোধে জেলার শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী ভাগ্যকুল বাজারের ব্যবসায়ী ও দোকানদাররা চাঁদার টাকায় পদ্মাপাড়ে ভাঙন রোধ বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাজারের ২ শতাধিক ব্যবসায়ী-দোকানির কাছ থেকে এ পর্যন্ত দেড় লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে বলে ভাগ্যকুল বাজার কমিটির সভাপতি শহীদুল ইসলাম বেপারী জানিয়েছেন। তিনি আরো জানান- গত বছর বাজারের অর্ধেক পদ্মায় নিয়ে গিলে ফেলেছে। অনেকে সর্বস্বান্ত হয়ে রাস্তায় ঠাঁই নিয়েছে।

এ বছর আবারও পদ্মায় ভাঙন দেখা দেওয়ায় আগে ভাগেই চাঁদার টাকা তুলে বাজার রক্ষায় নদীপাড়ে বাঁশের বাঁধ দেওয়ার উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা। পদ্মা পাড়ের ভাঙন আতঙ্কিত বাসিন্দারা জানান, বছর ঘুরে বর্ষা আসতেই প্রমত্তা পদ্মায় দেখা দিয়েছে উত্তাল ঢেউ আর তীব্র স্রোত। এতে জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজার, মান্দ্রা, বাঘরা, কবুতর খোলা, কেদারপুর, চারিপাড়া, মাগডাল গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। বর্ষা আসতে না অসতেই পদ্মায় এ ভাঙন শুরু হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ভাঙনের আতঙ্কে ভাগ্যকুল বাজারের শতাধিক ব্যবসায়ী ও দোকানদার দিশেহারা হয়ে পড়েছেন এখনই। গেল বর্ষায় ভাগ্যকুল বাজারের অর্ধেক পদ্মায় বিলীন হয়ে গেলে বাজারের বাকী অংশটুকু এবার রাক্ষুসী পদ্মার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন এখানকার ব্যবসায়ীরা।

এছাড়া এবার ভাঙনের কবলে হুমকি মুখের রয়েছে বালাশুর-মাওয়া সড়ক। গেল কয়েক দিনের ভাঙনে এ সড়কের সম্মুখভাগ ইতিমধ্যে পদ্মায় বিলীন হয়ে গেছে। গত সোমবার সকালে সরেজমিন জেলার শ্রীনগর উপজেলার পদ্মা পাড়ের বিভিন্ন গ্রাম ঘুরে এ চিত্র পাওয়া গেছে সেখানে দেখা গেছে- ভাগ্যকুল বাজারের বেশ কয়েক দোকানদার ও ব্যবসায়ী তাদের স্থাপনা সরিয়ে নিতে ব্যস্ত হয়ে উঠেছেন। বাজারের তেলের দোকানদার খালেক বেপারী জানান- গত বছর তার দোকানটি পদ্মায় বিলীন হয়ে যায়। বর্ষা শেষে নতুন করে আবার দোকান তুলেন তিনি। কিন্তু এবার বর্ষার শুরুতে পদ্মায় ভাঙন দেখা দেওয়ায় তিনি আবারো সেখান থেকে তার দোকানঘর সরিয়ে নিয়ে যাচ্ছেন। অপর দিকে শ্রীনগর উপজেলার মান্দ্রা, কবতুর খোলা, কেদারপুরসহ কয়েকটি গ্রামের বাসিন্দারা নিজেরাই পদ্মা পাড়ে কোনো রকমে বাঁশের বাঁধ দিয়ে ভাঙন ঠেকানোর প্রচেষ্টা করছেন। এসব গ্রামের বাসিন্দাদের রাতে ঘুম নেই। প্রায় ৫০ বছর ধরে এসব গ্রামে তারা বসতি গড়ে তুলে বসবাস করে আসছেন।

এর আগে ঘরবাড়ি সব হারানোর পর অনেকেই মাথা গুঁজে আছেন বিভিন্ন রাস্তায়। এখন সেই রাস্তাও পদ্মার করাল গ্রাসে চলে যাওয়ার উপক্রম হয়েছে। এসব গ্রামের বাসিন্দারা জানান, নদীভাঙন রোধে গেলো বছর ভাগ্যকুল গ্রামে বেশকিছু সংখ্যক জিও ব্যাগ ফেলা হয়। তারপর ভাঙন কিছুটা থেমে থাকে। কিন্তু এবার বর্ষা মৌসুম আসতেই আবারো পদ্মা রুদ্র মূর্তি ধারণ করেছে। মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি আর্শেদ উদ্দিন চৌধুরী বলেন, পানিউন্নয়ন বোর্ডে এ বিষয়টি দেখা দরকার। সময়মত তারা পদ্মার ভাঙন থেকে এর পাড়ের মানুষদেরকে না বাঁচাতে পারলে অসময় তারা যা করে সেটা কোনো কাজে আসে না। পানি উন্নয়ন বোর্ড গেলো বার লাখ লাখ টাকা খরচা করে জিও ব্যাগ ফেললেও তা এই বর্ষাতেই কাজে আসছে না। বিস্তীর্ণ জনপথ, ফসলি জমি গিলে খেতে উন্মুখ হয়ে উঠেছে পদ্মা। অথচ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দেখা নেই। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আমজাদ হোসেন বলেন, পদ্মার ভাঙনরোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা অধিদফতরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন এলেই ভাঙনরোধে পদক্ষেপ নেওয়া হবে।

ডেসটিনি

Leave a Reply