প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র- মিরকাদিম পৌরসভার উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।

এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ -৩ আসনের এমপি এম ইদ্রিস আলী।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আজিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা মো. জামাল হোসেন, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান সুমন প্রমুখ।

পরে প্রতিবন্ধীদের মধ্যে ২৩টি হুইল চেয়ার ও ৪টি ট্রাই সাইকেল বিতরণ করা হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply