মেধাবী শিক্ষার্থীদের মাঝে আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি বৃত্তি প্রদান

শেখ মো.রতন: শহরের মধ্য কোর্টগাঁও এলাকায় মুন্সীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বুধবার সকালে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে। বিশিষ্ট রাজনীতিক ও সাহিত্যক আব্দুল হাকিম বিক্রমপুরীর ২৫ তম মৃত্যু বার্ষিকীতে তার নামীয় স্মৃতি সংদের আয়োজনে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। মুন্সীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সরকারি হরগঙ্গা কলেজের প্রাক্তন অধ্যাপক আব্দুর রাজ্জাক, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র একে এম ইরাদত মানু, মুন্সীগঞ্জ প্রেসকাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, ঢাকাস্থ মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান, শিক্ষক মো: নাছিম. মাহাবুবুর রহমান, সাংবাদিক আলী আকবর, শহীদুল্লাহ শহীদ প্রমুখ।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply