মুন্সীগঞ্জে দিন দিন বেড়েই চলছে ঝুঁকিপূর্ণ ভবন

মুন্সীগঞ্জ শহর একটি প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য বিজড়িত জেলা শহর। এ জেলায় রয়েছে শতবছরের ও অধিক কালের অতি পুরনো অসংখ্য বহুতল ভবন। জেলা শহরের প্রতিটি অলিতে-গলিতে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে পুরনো ভবনগুলো। শহরের বাজার সংলগ্ন প্রধান সড়কের পাশেই রয়েছে বড় একটি ঝুঁকিপূর্ণ ভবন। শহরের সরকারি হরগঙ্গা কলেজের ৩ তলা একটি ভবন রাস্তার উপর সম্পূর্ণ ঝুঁকি নিয়ে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন আগে এ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও তা ভেঙে অপসারণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

এই সব ভবনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে এখনো বসবাস করছে শতশত পরিবার। ১০০ বছরের ঊর্ধ্বকালের এ সব পুরনো ভবনগুলো যে কোনো সময় ধসে পড়ে ঘটে যেতে পারে বড় ধরনের প্রাণহানির ঘটনা। শহরের মালপাড়ার বাসিন্দা সালাহ উদ্দিন খান স্বপন বলেন, প্রশাসনের চোখের সামনেই ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে পুরনো এ সব ভবনগুলো। এ সব ঝুঁকিপূর্ণ ভবনে সরকারি অফিসসহ ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছে নানা ব্যবসা বাণিজ্যে। এ ছাড়াও জেলায় দিন দিন ঝুঁকিপূর্ণ নতুন ভবনের সংখ্যা বেড়েই চলেছে। পৌরবিধান না মেনেই নতুন নতুন বহুতল ভবন গড়ে উঠছে অহরহ। পৌরকর্তৃপক্ষ শহরে ৫ তলাভবনের অনুমতি দিলেও ভবন মালিকরা তা না মেনেই মনগড়াভাবে বহুতল ভবন গড়ে তুলছেন। এতে পৌর কর্তৃপক্ষের নেই কোনো তদারকি। তিনি আরো জানান সমগ্র মুন্সীগঞ্জ জেলায় রয়েছে হাজারেরও বেশি পুরনো ভবন । এগুলো এখনই ভেঙে অপসারণ করা দরকার। তা না হলে সাধারণ মানুষের জানমালের ঝুঁকি বেড়েই চলছে। অপর দিকে পৌর কোড না মেনে নতুন নতুন ঝুঁকিপূর্ণ বহুতল ভবন তৈরি করার ফলে হুমকির সম্মুখীন হচ্ছে এই জেলাবাসী। ফলে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। এ এলাকার জনমানুষের দাবি অতিসত্তর এসব ঝুঁকিপূর্ণ ভবনগুলো সরিয়ে নেওয়া হোক এবং পৌর-কোড মেনে নতুন ভবন তৈরিতে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি পড়ুক।

ডেসটিনি

Leave a Reply