ইউপি চেয়ারম্যান ও সদস্যের সমর্থিত দু’গ্র“পের মধ্যে গুলি বিনিময়-সংঘর্ষে আহত ১১

প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগনীতে ইউপি সদস্য ও চেয়ারম্যানের সমর্থিত দু’গ্র“পের মধ্যে হামলা, গুলি বিনিময় ও সংঘর্ষে ইউপি সদস্যসহ ১১ জন আহত হয়েছে। বজ্রযোগনী ইউনিয়নের চেয়ারম্যান তোতা মিয়া মুন্সী ও ইউপি সদস্য আউয়াল মিয়ার সমর্থকদের মধ্যে শনিবার রাতে ইউনিয়নের নাহাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় গ্র“পের মধ্যে ৫-৬ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। আহতদের মধ্যে ইউপি সদস্য আউয়াল মিয়া (৫০), তার ছেলে লিটন মিয়া (৩৫), বাবু মিয়া (৩৪), হোসেন মিয়া (২৫) ও মো. খোরশেদকে (৪৮) স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় রোববার বিকেল পর্যন্ত কোন গ্র“পই অভিযোগ দায়ের করেনি বলে সদর থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাসার জানিয়েছেন।

পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদে প্রভাব বিস্তারের লক্ষ্যে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সন্ধ্যার পর ইউপি সদস্য আউয়াল মিয়ার ছেলে লিটন মিয়ার নেতৃত্বে ১০-১২ জনের একটি গ্র“প ইউপি চেয়ারম্যান তোতা মিয়া মুন্সীর সমর্থিত লোকজনের বাড়ি ঘরে হামলা চালায়। এ সময় বাড়ি ঘরে কোন পুরুষ সদস্যরা ছিলেন না। পরে খবর পেয়ে ইউপি চেয়ারম্যানের সমর্থিত লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তোললে উভয় গ্র“পে সংঘর্ষ বেঁধে যায়। গ্রামবাসীর দাবি, উভয় গ্র“পই ফের সংঘবদ্ধ হচ্ছে। এতে সেখানে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply