“নিরাপদ পানি ব্যবহার ও আর্সেনিক দূষণ প্রতিরোধ”-শীর্ষক আশার উঠান বৈঠক

মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জ শহরের দেওভোগ গোসাই বাড়িতে রোববার সকালে “নিরাপদ পানি ব্যবহার, প্রয়োজনীয়তা ও আর্সেনিক দূষণ প্রতিরোধ”-শীর্ষক এক উঠান বৈঠক করা হয়েছে। বেসরকারি সংস্থা “আশা” সদর ব্রাঞ্চ এ উঠান বৈঠকের আয়োজন করে। পাশাপাশি মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার এ বেসরকারি সংস্থার ২৭টি ব্যাঞ্চের আয়োজনে রোববার সকালে একযোগে পৃথক পৃথক স্থানে আরো উঠান বৈঠকের আয়োজন করে। জেলা শহরের দেওভোগ গোসাই বাড়ি এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে সদর ব্রাঞ্চের লোন অফিসার মরিয়ম আক্তার পরিচালিত প্রত্যাশা দলের ২৬ জন নারীর অংশ গ্রহণে নিরাপদ ও আর্সেনিক মুক্ত পানি ব্যবহারে সচেতনা মূলক আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশার জেলা ম্যানেজার আল-মামুন, রিজিওন্যাল ম্যানেজার এম এ লতিফ প্রমুখ।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply