মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদ ফোরাম বিইউপিএফ রোববার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। সম্মানজনক পদমর্যাদা, চেয়ারম্যান-সদস্যদের সম্মানীভাতা বৃদ্ধি, সংবিধান ও আইন পরিপন্থী পরিপত্রসমূহ বাতিল, টিআর-কাবিখা-এডিপি-ভূমি হস্তান্তর, সংবিধানের ধারা পরিবর্তন, হাটবাজার, জলমহাল, খেয়াঘাট, শ্যালোঘাট, খাসজমি ইজারা দেয়ার ক্ষমতা পাওয়ারও দাবি করেন তারা। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আজিজুল আলমের কাছে স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন-রামপাল ইউনিয়ন চেয়ারম্যান মো. মোশারফ হোসেন পুস্তি, আঁড়িয়ল বালিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আমির হোসেন দোলন, কোলাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলী, সোনারং ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মল্লিক, মহিলা সদস্য মর্জিনা বেগম প্রমুখ।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply