বিইউপিএফ’র জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদ ফোরাম বিইউপিএফ রোববার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। সম্মানজনক পদমর্যাদা, চেয়ারম্যান-সদস্যদের সম্মানীভাতা বৃদ্ধি, সংবিধান ও আইন পরিপন্থী পরিপত্রসমূহ বাতিল, টিআর-কাবিখা-এডিপি-ভূমি হস্তান্তর, সংবিধানের ধারা পরিবর্তন, হাটবাজার, জলমহাল, খেয়াঘাট, শ্যালোঘাট, খাসজমি ইজারা দেয়ার ক্ষমতা পাওয়ারও দাবি করেন তারা। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আজিজুল আলমের কাছে স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন-রামপাল ইউনিয়ন চেয়ারম্যান মো. মোশারফ হোসেন পুস্তি, আঁড়িয়ল বালিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আমির হোসেন দোলন, কোলাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলী, সোনারং ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মল্লি­ক, মহিলা সদস্য মর্জিনা বেগম প্রমুখ।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply