পদ্মা সেতু পুনর্বাসন প্রকল্প
পদ্মা সেতুর ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত চারটি পুনর্বাসন প্রকল্পের নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। এ মাসের মধ্যেই সেতু কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে এ কাজ বুঝে নিচ্ছে। আগস্ট-সেপ্টেম্বরে ক্ষতিগ্রস্তদের মধ্যে তিন ক্যাটাগরির এ প্রকল্পের ২ হাজার প্লট ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যায়ক্রমে বরাদ্দ দেওয়া হবে।
পদ্মা সেতু বিভাগ সূত্রে জানা যায়, এ সেতুর জন্য ১৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হলেও মুন্সীগঞ্জ-বিক্রমপুরের লৌহজং উপজেলার উত্তর কুমারভোগ (আরএস-৩), জসলদীয় গ্রামে (আরএস-২), শরিয়তপুরের জাজিরার পশ্চিম নাওডোবা (আরএস-৪) এবং বাখরের কান্দি (আরএস-৫) পুনর্বাসন প্রকল্প চারটিতে মোট ২ হাজার পরিবারকে প্লট দেওয়া হচ্ছে। অন্যদের আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। প্রকল্প চারটিতে এরই মধ্যে ৯৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট এক শতাংশ কাজ শিগগিরই শেষ হবে। জুলাইয়েই সেতু কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে এ প্রকল্প চারটি বুঝে নেবে। আগস্ট-সেন্টেম্বরে এসব প্রকল্পের ২ হাজার প্লট ক্ষতিগ্রস্তদের মধ্যে ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হবে। এসব প্রকল্পে ক্ষতিগ্রস্তদের জন্য আড়াই, পাঁচ ও সাড়ে সাত শতকের প্লট থাকছে। যারা ভূমিহীন ক্ষতিগ্রস্ত অর্থাৎ নিজের জমি নেই অথচ অন্যের জমিতে ঘরবাড়ি করে বসবাস করেছেন এ রকম ৫০ পরিবারকে বিনামূল্যে আড়াই শতকের প্লটগুলো বরাদ্দ দেওয়া হবে। অবশিষ্ট এক হাজার ৫০০ পরিবারের মধ্যে ক্ষতিপূরণের জমির সমমূল্যে প্লট বরাদ্দ দেওয়া হবে।
পুনর্বাসন প্রকল্প চারটিতে থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে মসজিদ, আধুনিক প্রাথমিক বিদ্যালয় ভবন। থাকছে স্বাস্থ্যকেন্দ্র, খোলা টিনশেড মার্কেট, ৩ মিটার প্রশস্থ পিচ ঢালাই রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থা, পানির লাইন ও ওভার হেড ওয়াটার ট্যাংক।
পদ্মা সেতুর এ চারটি পুনর্বাসন প্রকল্পের জন্য মোট ৬৪ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের জন্য মোট ব্যয় হচ্ছে ৯০ কোটি টাকা। তার মধ্যে লৌহজংয়ের মাওয়া চৌরাস্তার সামান্য পূর্বে উত্তর কুমারভোগ প্রকল্পের জন্য ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে আরএস-২ পুনর্বাসন প্রকল্পটি। এ প্রকল্পের দৃষ্টিনন্দন মসজিদটি এখন পথচারীদের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে ৫০০ পরিবারকে পুনর্বাসন করা হবে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, লৌহজংয়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পদ্মা সেতুর জন্য কোনো ধরনের বাধা না দিয়ে তাদের বাপ-দাদার বসতভিটা পর্যন্ত ছেড়ে দিয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। সব নিয়মনীতি মেনেই প্লটগুলো ক্ষতিগ্রস্তদের মাঝে বরাদ্দ দেওয়া হবে। কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।
সমকাল
Leave a Reply